সিলেটপোস্টরিপোর্ট:সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের গায়েবানা জানাজা পড়েছে দলটির নেতাকর্মীরা।
জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত গায়েবানা জানাজা রবিবার বেলা আড়াইটায় অনুষ্ঠিত হয। এতে ইমামতি করেন জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।এর আগে বেলা ২টা থেকে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা ফরিদ উদ্দিন, এহসানুল মাহবুব জুবায়ের, অধ্যাপক মাওলানা ফজলুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, হাফিজ আনোয়ার হোসেন খান, মাওলানা সুহেল আহমদ, ছাত্রশিবির নেতা মুহাম্মদ আবদুর রাজ্জাক, আবদুল্লাহ আল মাহমুদ, দস্তগির আহমদ প্রমুখ।গায়েবানা জানাজা চলাকালে শহীদ শামসুদ্দীন হাসপাতালের সামনে ১৫-২০ জন পুলিশ সদস্যকে সতর্কাবস্থায় থাকতে দেখা গেছে।