চুয়াডাঙ্গায় যুবলীগ কর্মী খুন: ৩১নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০১৫, ৭:৩৫ পূর্বাহ্ণসিলেটপোস্ট রিপোর্ট :যুবলীগ কর্মী আজিজুল হক খুনের ঘটনায় জেলা যুবলীগের একাংশের নেতা নঈম হাসান জোয়ার্দ্দারসহ ৩১জনের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করা হয়েছে।মামলায় আরো আসামি করা হয়েছে, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক খুস্তার জামিল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারিক হাসান, যুবলীগ নেতা আব্দুল কাদের, আরেফিন আলম রঞ্জুসহ আওয়ামী লীগ-যুবলীগের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে এই হত্যা মামলা দায়ের করা হয়েছে।দূর্বৃত্তের হামলায় আহত শাহজাহান আলী বুদো ঢাকায় উন্নত চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে অ্যাম্বুলেন্স যোগে চুয়াডাঙ্গার আমলী আদালতে হাজির হয়ে এ মামলা দায়ের করেন।যুবলীগ নেতা আজিজুল হক হত্যার ঘটনায় যুবলীগের একাংশের ৩৩নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এর এক সপ্তার ব্যবধানে যুবলীগের অপর পক্ষের ৩১নেতাকর্মীর নামে এ মামলা দায়ের করা হয়েছে।মামলা দায়েরের পর আদালতের বিচারক ড. এবিএম মাহমুদুল হক বিষয়টি এজাহার হিসেবে গণ্য করার জন্য চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।উল্লেখ্য, গত ১৬নভেম্বর সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহে প্রতিপক্ষের হামলায় স্থানীয় যুবলীগ কর্মী আজিজুল ইসলাম নিহত হন। এ ঘটনায় গত ১৮নভেম্বর নিহতের স্ত্রী ডলি খাতুন চুয়াডাঙ্গা সদর থানায় যুবলীগের সাবেক আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপুসহ ৩৩জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।ওই হামলায় আহত শাহজাহান আলী বুদো ঢাকায় উন্নত চিকিৎসা শেষে বাড়ি ফিরে মঙ্গলবার দুপুরে এ মামলা দায়ের করেন।