কলেজ ছাত্র আব্দুল আলী হত্যাকান্ডের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০১৫, ৬:৪৪ অপরাহ্ণসিলেটপোস্ট রিপোর্ট : মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী আব্দুল আলী হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী বুধবার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সিলাম ইউনিয়নের সাবেক মেম্বার ইছবর আলীর সভাপতিত্বে ও ব্যবসায়ী আলী হায়দারের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা ডিগ্রী কলেজের সাবেক ভিপি আজির আহমদ, সমাজসেবী ইকরাম হোসেন বখত, আহমদ আলী, শিল্পী বাবু পংকজ, নিহতের দাদা আব্দুর রহিম, চাচা আপিল আহমদ, ছোট ভাই সামাদ আহমদ, ব্যবসায়ী শামীম আহমদ মিন্টু, আব্দুর রহিম, ডালিম আহমদ, সুহেল আহমদ, জুনেদ আহমদ, ইমন আহমদ, দুলাল আহমদ, মদন মোহন কলেজ ছাত্র মাসুম, রনি, সুহেল প্রমুখ।
আয়োজিত মানববন্ধনে কলেজ শিক্ষার্থী আব্দুল আলীকে নির্মম হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন উপস্থিত বক্তারা। এসময় ছেলে হত্যার ন্যায় বিচার পেতে কান্নায় ভেঙ্গে পড়েন নিহত আব্দুল আলীর মা ও স্বজনরা। আহাজারি করতে করতে তিনি ভাষা হারিয়ে ফেলেন। কান্না ধরে রাখতে পারেনি মানববন্ধনে উপস্থিত এলাকাবাসীও। হত্যাকারীদের শাস্তির দাবীতে উপস্থিত বক্তারা বলেন সন্ত্রাসীদের হামলায় নিহত আব্দুল আলীর মত যাতে আর কোন মেধাবী শিক্ষার্থীর প্রাণ হারাতে না হয়। এজন্যে আব্দুল আলী হত্যাকারীদের গ্রেফতার ও আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।
সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/২৫.১১.২০১৫