সিলেটপোস্ট রিপোর্ট :জন্মদিনে আনন্দঘন পরিবেশে ভালোবাসায় সিক্ত হলেন সিলেট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি শামসুল ইসলাম।বুধবার রাত ৯টায় সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ তার চেম্বারে এডভোকেট সামসুল ইসলাম এন্ড এসোসিয়েটস’র উদ্যোগে জন্মদিন উপলক্ষে কেক কাটা ও মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজনীতিবীদ, পেশাজীবী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান এডভোকেট শামসুলকে। জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়ে শুভার্থীরা তার দীর্ঘায়ূ কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজ কোর্টের পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা বারের সভাপতি এ কে এম সমিউল আলম, মহানগর আওয়ামীলীগ নেতা নজমুল ইসলাম এহিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ, এপিপি সুজিত কুমার বৈদ্য, এপিপি জুনেল আহমদ, জেলা বারের সাবেক যুগ্ম সম্পাদক হোসেন আহমদ, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি মুহিবউস সালাম রিজবী, এডভোকেট প্রসেন কান্তি প্রনয়, এডভোকেট আলা উদ্দিন, এডভোকেট মিয়া মো. লিটন, পরিবেশ হাওর সংস্থার সভাপতি কাশমীর রেজা, সাধারণ সম্পাদক পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু, সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক লিলু, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিল্লাত চৌধুরী, মনজুরুল ইসলাম মজনু, মাহফুজ চৌধুরী জয়, রুহুল তালুকদার, আবুল কালাম আজাদ, মো. সহিদুল হক রিংকু, আরিফুল হক পিংকু, নাঈম হোসেন, শাহ জালাল, সায়েম আহমদ, তানবীর আহমদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন নেতা এডভোকেট বাবুল মিয়া, নূর আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ।
এডিশনাল পিপি শামসুলের জন্মদিন পালন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২৬, ২০১৫ | ৯:৫৩ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »