সিলেটপোস্ট রিপোর্ট :সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি শাখায় বুধবার সকালে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে টিউব লাইটসহ কিছু বৈদ্যুতিক সামগ্রী পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।সিলেট ফায়র সার্ভিস অফিসের সিনিয়র স্টেশন অফিসার জাবেদ হোসেন মোহাম্মদ তারেক জানান, সকাল সাড়ে ১০ টায় সিলেট জেলা প্রশাসক ভবনের দ্বিতীয় তলার আইসিটি শাখায় ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদত হোসেনের কক্ষে টিউব লাইটের গোড়া থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।এতে কয়েকটি টিউব লাইটসহ কিছু বৈদ্যুতিক সামগ্রী পুড়ে যায়। এ সময় অফিসের সংশ্লিষ্টরাই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। খবর পেয়ে দমকল বাহিনীও ঘটনাস্থলে ছুটে যায়। তিনি জানান, অগ্নিকান্ডে সবমিলিয়ে ৪/৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি শাখায় অগ্নিকান্ড
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২৬, ২০১৫ | ১০:৪০ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »