সিলেটপোস্ট রিপোর্ট :সিলেট নগরীর বন্দরবাজার থেকে চিহ্নিত ছিনতাইকারী পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে করিমউলাহ মাকের্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।পলাশ দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার মাখন ড্রাইভারের ছেলে।সিলেট কোতোয়ালী থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল জানান- পলাশ কুখ্যাত ছিনতাইকারী। তার বিরুদ্ধে অসংখ্য ছিনতাইর মামলা রয়েছে। এর আগেও সে কয়েকবার ছিনতাইর ঘটনায় গ্রেফতার হয়েছিল।ওসি আরো জানান, চিহ্নিত ওই ছিনতাইকারীকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।