রাজধানীতে ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০১৫, ১:০৭ অপরাহ্ণসিলেটপোস্ট রিপোর্ট :রাজধানীর কলাবাগান ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে আফসানা আক্তার বাবলি (২০) ও মিলন মিয়া (১৮) নামে দুই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।উদ্ধার লাশ দুটির মধ্যে আফসানা আক্তার বাবলি ড্যাফোডিল ইউনিভার্সিটির ও মিলন মিয়া তেজগাঁওয়ের পলিটেকটিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।শনিবার রাতে লাশগুলো উদ্ধার করা হয়।কলাবাগান থানার এসআই জবির উদ্দিন আহমেদ জানান, কলাবাগান প্রথম লেনের ১/২৫/বি নম্বর ভবনের নিচতলার একটি বাসার দরজা ভেঙে শনিবার রাত ১২টার দিকে আফসানা আক্তার বাবলির লাশ উদ্ধার করা হয়। তার লাশ বাসার ফ্যানের হুকের সঙ্গে শড়ি দিয়ে ঝুলান্ত অবস্থায় পাওয়া যায়।এসআই জবির উদ্দিন আহমেদ জানান, আফসানা আক্তার বাবলি ড্যাফোডিল ইউনিভার্সিটির সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন। তিনি পরিবারের সঙ্গে ওই বাসায় থাকতেন। তাদের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। তার বাবার নাম আবু বকর।রোববার সকাল সোয়া ১০টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।এদিকে, রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের পূর্ব নাখাল পাড়ার ৩১৩ নম্বর বাসার তৃতীয় তলা থেকে লোহার দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিলন মিয়া (১৮) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটের প্রথম বর্ষের ছাত্র।তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, মিলন মিয়া মানিকগঞ্জের শিবালয় উপজেলার সেলিম মিয়ার ছেলে। তিনি একটি রুম ভাড়া নিয়ে ওই বাসায় থেকে পড়াশোনা করছিলেন।এসআই মনিরুজ্জামান আরও জানান, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ শনিবার রাত ১১টার দিকে বাসার লোহার দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিলনের লাশটি উদ্ধার করে। পচে দুর্গন্ধ ছড়ানোর ফলে প্রতিবেশীরা থানায় খবর দেন। ময়নাতদন্তের জন্য পরে রোববার সকালে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।