সিলেটপোস্ট রিপোর্ট :ঢাকার দর্শকরা এবার এক ছবিতে দেখবেন তিন ভিলেন। আগামী শুক্রবার বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’ মুক্তি পাচ্ছে। এ ছবির মাধ্যমেই ঢাকার দর্শকরা তিন ভিলেনকে এক পর্দায় দেখতে পাবেন।কলকাতার জনপ্রিয় খলনায়ক আশীষ বিদ্যার্থী ও রজতাভ দত্ত এবং বাংলাদেশের একসময়ের জনপ্রিয় নায়ক অমিত হাসান থাকবেন ‘ব্ল্যাক’ ছবিতে।এর আগে ইফতেখার চৌধুরীর ‘অগ্নি টু’-তে অমিত হাসান ও আশীষ বিদ্যার্থী ভিলেনের ভূমিকায় অভিনয় করেছিলেন। অন্যদিকে ওয়াজেদ আলী সুমনের ‘অঙ্গার ছবিতে ভিলেনের ভূমিকায় ছিলেন রজতাভ দত্ত।তবে এবার রাজা চন্দ ও কিবরিয়া লিপু পরিচালিত ‘ব্ল্যাক’ ছবিতে এ তিন ভিলেনকে একসঙ্গে পর্দায় দেখা যাবে।কলকাতার টপ হিরো সোহম ও বাংলাদেশে সেনসেশন বিদ্যা সিনহা মীম অভিনীত ছবিটিতে আশীষ বিদ্যার্থী একজন পুলিশ অফিসার এবং রজতাভ ও অমিত হাসান খলনায়কের ভূমিকায় রয়েছেন।
এক ছবিতে তিন ভিলেন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ৩, ২০১৫ | ১১:১৫ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »