বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : জামালপুররে বকশীগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শাহীন আল আমীন সভাপতি ও উর্মিবাংলা প্রতিদিনের সম্পাদক আব্দুল লতিফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ছেনে।শনিবার দুপুরে ১৭ সদস্য বিশিষ্ট প্রেসক্লাবের পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। প্রেসক্লাবের নবগঠিত কমিটির কর্মকর্তারা হলেন শাহীন আল আমীন, সভাপতি (দৈনিক ইত্তেফাক) আশরাফুল হায়দার, সিনিয়র সহ-সভাপতি (দৈনিক জাহান) রাজ্জাক মাহমুদ, সহ-সভাপতি (পল্লীরআলো) আব্দুল লতিফ লায়ন, সাধারণ সম্পাদক (মানবকন্ঠ)এইচ এম মূসা আলী, যুগ্ম সম্পাদক (উর্মিবাংলা) মাসুদ উল হাসান, তথ্য ও গবেষনা (দৈনিক সমকাল) এ কে এম নূর আলম নয়ন, সাহিত্য ও সংস্কৃতি (বাংলাদেশ সময়), গোলাম জাকারিয়া নাসিম, অর্থ (ভোরের তারা ) ওমর ফারুক রঞ্জু, প্রচার ও প্রকাশানা (জামালপুর কন্ঠ) ইলিয়াস আলী, মানবাধিকার (দৈনিক গণজয়) এমদাদুল হক লালন, ক্রীড়া (জামালপুর এক্সপ্রেস) ও সাইফুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক (আজকের জামালপুর) এবং সরকার আব্দুর রাজ্জাক, সরওয়ার জামান রতন, বিল্লাল হোসেন মন্ডল, উৎপল মহন্ত, মোছাইব রহমান নয়ন সর্বসম্মতি কার্যনির্বাহী সদস্য মনোনীত হয়েছেন।
বকশীগঞ্জ প্রেসক্লাবের কমিটি : শাহীন সভাপতি, লায়ন সম্পাদক
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২, ২০১৫ | ৭:১৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »