সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

ঠাটটার সংবাদ

1প্রভাষ আমিন : বাংলাদেশ-পাকিস্তান সিরিজটি তিনটি টিভি সরাসরি সম্প্রচার করছে- বিটিভি, জিটিভি ও স্টার স্পোর্টস। আগে বাংলাদেশের সিরিজও আমাদের দেখতে হতো বিদেশী টিভি চ্যানেলে। কিন্তু এখন অনেকগুলো দেশী চ্যানেলই রীতিমত প্রতিযোগিতা করে ক্রিকেট দেখায়। তারপরও বিটিভি এখনও অনেকের মূল ভরসা। কারণ বাংলাদেশের একমাত্র টেরিস্ট্রিয়াল চ্যানেল বিটিভি। তাই দেশের বড় একটু অংশের মানুষের একমাত্র ভরসা বিটিভি। কিন্তু বাধ্য হয়ে যারা বিটিভিতে খেলা দেখেছেন, তাদের জন্য আমার করুণা হচ্ছে। কারণ বিটিভি সরাসরি দেখায় বটে, তবে নিরবচ্ছিন্ন নয়। ওভারের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপনের অত্যাচার তো আছেই, হুট করে আজান বা খবরে চলে যাওয়ার ঘটনাও আকছারই ঘটে। তবে সবচেয়ে ভয়ঙ্কর হলো আটটার সংবাদ। সরাসরি খেলা দেখানোর সময় জিটিভি, মাছরাঙা বা চ্যানেল নাইন তাদের নির্ধারিত সব অনুষ্ঠান এবং সংবাদ স্থগিত রাখে। কিন্তু বিটিভি তার ‘মহাগুরুত্বপূর্ণ’ আটটার সংবাদ একদম নির্ধারিত সময়েই এবং পুরোটাই সম্প্রচার করে। ডে নাইট ম্যাচে রাত আটটায় খেলার খুব গুরুত্বপূর্ণ অংশ থাকে। কিন্তু যাদের বিটিভি ভরসা তারা খেলার এই গুরুত্বপূর্ণ সময়ে ২০ মিনিট দেখতে পারেননি। কাল প্রধানমন্ত্রী যখন মাঠে উপস্থিত হয়েছেন, তখনই ছক্কা মারেন মুশফিক। যেন তাঁকে স্বাগত জানালেন। জিটিভি এবং স্টার স্পোর্টসে যখন উৎফুল্ল প্রধানমন্ত্রীর হাস্যোজ্জ্বল উপস্থিতি, বিটিভিতে তখন কৃষক লীগের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তৃতার খবর। আমি জানি না প্রধানমন্ত্রী নিজে দর্শক হলে কোন চ্যানেল দেখতেন। আমি জানি না তথ্যমন্ত্রী কাল ৮টা থেকে ৮টা ২০ মিনিট পর্যন্ত কোন টিভি দেখেছেন। আমি নিশ্চিত করে বলতে পারি, তথ্যমন্ত্রী আর যাই হোক বিটিভি দেখেননি। অনেক আগে থেকেই বিটিভির আটটার নিউজকে লোকে ঠাটটার সংবাদ বলে। বেসরকারি টিভি চ্যানেল আসার পর কেউ আর বাধ্য না হলে বিটিভি দেখে না, দেখলেও অন্তত ঠাটটার সংবাদ দেখে না। তাহলে কেন মানুষকে গুরুত্বপূর্ণ সময়ে ২০ মিনিট খেলা দেখা থেকে বঞ্চিত হলো?

 

লেখক : প্রভাষ আমিন, এডিটর, নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এটিএন নিউজ

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.