বিজনেস ডেস্ক, সিলেটপো্স্ট২৪ডটকম : চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৭ শতাংশের কাছাকাছি হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরবর্তী অর্থবছরের জন্য এর চেয়ে দশমিক ২ থেকে ৩ শতাংশ বাড়িয়ে লক্ষ্যমাত্রা ধরার পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি।
বুধবার দুপুরে অর্থমন্ত্রণালয়ে অর্থনৈতিক রিপোর্টার ফোরাম-ইআরএফ এর সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন। এছাড়া, বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়নে বেশি বরাদ্দ অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশনে বরাদ্দে অগ্রাধিকার দেয়া হবে বলে জানান অর্থমন্ত্রী।
এসময় অর্থমন্ত্রী বলেন, ‘এ বছর প্রবৃদ্ধির হার ৭ শতাংশের কাছাকাছি রাখার আশাবাদ ব্যক্ত করছি। পরবর্তীতে দুই-তিন শতাংশ বাড়ানো হবে।’