সংবাদ শিরোনাম
ওসমানীনগরে চিনি ভর্তি ট্রাক ছিনতাই চেষ্ঠাকালে ৬ জনকে আটক করেছে থানা পুলিশ   » «   কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান নোমানের বিরুদ্ধেব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ  » «   ১৭ অক্টোবর সিলেট আসছেন বিএনপি যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক  » «   হাজার মানুষের ভালোবাসায় সিদ্ধ যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক  » «   শারদীয় দুর্গোৎসব শান্তি ও সমপ্রীতির বার্তা ছড়িয়ে দেয় আবু আহমদ ছিদ্দীকী এনডিসি  » «   দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধি করতে হবে-সিলেটের জেলা প্রশাসক  » «   আজ যুক্তরাজ্য থেকে দেশে আসছেন বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা এমএ মালিক-স্বাগত জানাবেন নেতাকর্মীরা  » «   শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে সিলেট মহানগর কৃষক দলের নেতাকর্মীরা  » «   ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত  » «   বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদিরকে সিলেট মহানগর কৃষক দলের ফুলেল শুভেচ্ছা  » «   সিলেট ৪৮ বিজিবি’র অভিযানে ট্রাক সহ ভারতীয় ৫ হাজার ৭শত কেজি আপেল জব্ধ  » «   র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ফেনসিডিল, গাঁজা, অস্ত্র ও দেশী- বিদেশী মুদ্রাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার  » «   সাংবাদিক আহমেদ শাকিল এর ছোট বোনের বিয়ে সম্পন্ন  » «   সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর  » «   গুঞ্জন উঠেছে সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন বিতর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি  » «  

শ্রমিক-জনতার ঐক্যের দিন

1নিজস্ব প্রতিবেদক, সিলেটপোস্ট২৪ডটকম : বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে আন্তর্জাতিক সংহতি প্রকাশের দিন আজ। মাঠে-ঘাটে, কলকারখানায় খেটে খাওয়া এসব শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এদিন বুকের রক্ত ঝরিয়েছিলেন শ্রমিকরা। সেদিন শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। সে ডাকে শিকাগো শহরের তিন লক্ষাধিক শ্রমিক কাজ বন্ধ রাখেন। শ্রমিক সমাবেশকে ঘিরে শিকাগো শহরের হে মার্কেট রূপ নেয় লাখো শ্রমিকের বিক্ষোভ সমুদ্রে। এক লাখ পঁচাশি হাজার নির্মাণ শ্রমিকের সঙ্গে আরও অসংখ্য বিক্ষুব্ধ শ্রমিক লাল ঝাণ্ডা হাতে সমবেত হন সেখানে। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালে ১০ শ্রমিক প্রাণ হারান। অন্যদিকে হে মার্কেটের ওই শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য। অবশেষে তীব্র আন্দোলনের মুখে শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার।

পরে ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা অর্জনকে স্বীকৃতি দিয়ে ওই ঘটনার স্মারক হিসেবে ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। ১৮৯০ সাল থেকে প্রতি বছর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে ‘মে দিবস’ নামে পালিত হতে শুরু করে।

মে দিবস উপলক্ষে বাংলাদেশে আজ সাধারণ ছুটি। সব ধরনের শিল্পকারখানা থাকবে বন্ধ। সংবাদপত্র কার্যালয় বন্ধ থাকার কারণে শনিবার কোনো সংবাদপত্র প্রকাশ হবে না। বেতার-টিভিসহ বিভিন্ন বেসরকারি চ্যানেল দিবসের তাত্পর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। এছাড়া সিলেটেও দিবসটি যথাযথ ভাবে পালিত হবে। দিবটি সারাদেশে যথাযথভাবে পালনে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সিলেটেও এ উপলক্ষে নানা কর্মসূচি রয়েছে। হোটেল শ্রমিকরা এ দিনটিতে ছুটিসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছে।

মহান মে দিবস পালনের লক্ষ্যে সিলেট জেলা ট্রাক পরিবহন শ্রমিকলীগের উদ্যোগে প্রস্তুতি সভা করা হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ সুরমার কদমতলীস্থ একটি রেস্টুরেন্টের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা ট্রাক পরিবহন শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ছালেহ আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি আব্দুস ছক্তার।

জেলা ট্রাক পরিবহন শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক মো. হামিদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিক লীগ সহ-সভাপতি ও হোটেল রেস্তোরা শ্রমিকলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাক শ্রমিক লীগের মাসুক আহমদ, আনোয়ার আলী, অপূর্ব আচার্য, আফরোজ আলী, কালা মিয়া, জিল্লুর রহমান, রায়হান আহমদ, ফয়সল আহমদ, আব্দুর রব, নজরুল খান, কুটি মিয়া, জাভেদ মিয়া, বেনু নাথ দেব, খলিল মিয়া, বিধান বাবু, আলতা মিয়া, ইকবাল হোসেন নাজিম, শাহেদ, অজয় আচার্য, মশকুর আহমদ প্রমুখ।

মহান মে দিবস উপলক্ষে শুক্রবার বেলা ২টায় কদমতলী আল মক্কা রেস্টুরেন্টের সামনে জমায়েত ও আলোচনা সভা শেষে সিলেট জেলা জাতীয় শ্রমিকলীগের শ্রমিক সমাবেশে যোগদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে সিলেট জেলা ট্রাক পরিবহন শ্রমিকলীগ।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.