সিলেটপোস্ট রিপোর্ট : বাংলাদেশিদের ওমরাহ হজের ভিসা প্রদান একমাস ধরে বন্ধ রেখেছে সৌদি আরব। নানা অনিয়মের অভিযোগে কালো তালিকায় থাকায় এ সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। এ ভিসা কবে আবার দেওয়া শুরু করবে তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চিয়তা।
তথ্য সূত্র মতে, বাংলাদেশ থেকে ওমরাহ ভিসা নিয়ে হাজারো মানুষ সৌদি গিয়েছিলেন তাদের একটি অংশ দেশে ফিরে আসেনি। বিষয়টি সৌদি সরকারের নজরে আসামাত্র তারা বাংলাদেশকে কালো তালিকায় ফেলেছে এবং বাংলাদেশি হজযাত্রীদের ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে।
সৌদি সরকারের হিসেব অনুযায়ী, ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে ৪০-৫০ হাজার মানুষ ওমরাহ পালন করতে সৌদি গেছেন। তাদের ১৪ থেকে ২৮ দিন মেয়াদের ভিসা ছিল।
এদের বেশির ভাগ দেশে ফিরে এলেও প্রায় দেড় হাজারের মতো হাজি দেশে ফেরেননি। তারা অবৈধভাবে এখনও দেশটিতে রয়ে গেছেন।