নিজস্ব প্রতিবেদক : ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবীতে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ শাহ পরান থানা শাখার উদ্যোগে মহান মে দিবসে র্যালী ও সমাবেশ করা হয়েছে। শুক্রবার সকালে সলিটে সদর উপজলোর পীরেরবাজার থেকে র্যালী শুরু করে শাহপরান গেইটের সামনে এসে সাবেশে মিলিত হয়।
শাহপরাণ থানা শাখার সভাপতি মো. মনিরুল ইসলামরে সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট মহানগর সেক্রেটারী ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ। শাখা সেক্রেটারী শাহাদাত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি ফজলুল হক, সেক্রেটারী হেলাল উদ্দিন, সহ-সভাপতি আব্দুল বারী, ছাত্রনেতা তাওফিকুল ইসলাম, মো. ইমদাদুল হক প্রমুখ।