নিজস্ব প্রতিবেদক : সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইনের কনস্টেবল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার দুপুরে জানাযা শেষে তার লাশ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার আহম্মদপুর গ্রামে দাফন করা হয়। শুক্রবার বেলা ৩টায় গ্রামের বাড়িতে কনস্টেবল আবদুর রহমান (কঃনং-১০৮৬) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। তিনি একই গ্রামের আবদুস সামাদের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ২টায় বাড়ির পানির ট্যাংক পরিষ্কার করতে ঘরের টিনের চালে উঠেন তিনি। এর আগে বাতাসে ঘরের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইন ঘরের টিনের চালে ছিড়ে পড়ে। যখন আবদুর রহমান পানির ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন তখন বিদ্যুৎ ছিল না। ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিদ্যুৎ আসলে পুরো ঘরের চালে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। তখন বিদ্যুৎ স্পৃষ্ট হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করতে গেলে তারাও বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরবর্তীতে লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মেট্রোপলিটন পুলিশ লাইনের ফোর্স সোবেদার আবদুল গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রামের বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কনস্টেবল আবদুর রহমান মারা গেছেন।
পুলিশ লাইনের একাধিক পুলিশ সদস্যরা জানান গত ৩০ এপ্রিল জরুরী ডাক বিতরণের জন্য কনস্টেবল আবদুর রহমান নেত্রকোনা জেলার উদ্দেশ্যে রওয়ানা করেন। অফিসিয়াল কাজ শেষে নিজ বাড়িতে অবস্থানকালে বাথরুমে গোসল করার জন্য বৈদ্যুতিক মোটরের সুইচ অন করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।