নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ বলেছেন, সরকার কৃষিখাতে ভর্তুকি দিয়ে ফসল উৎপাদনে কৃষকদেরকে উৎসাহিত করছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। যার ফলে বিদেশে খাদ্য রফতানি করা হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সার-বীজের জন্যে কৃষকদের হাহাকার করতে হয় না।
গত বৃহস্পতিবার দুপুরে কৃষি সম্প্রসার অধিদপ্তর সিলেট সদর আয়োজিত আউশ প্রনোদনা ২০১৫-১৬ উপলক্ষে কৃষকদের মধ্যে উফশী আউশ ও নেরিকা জাতের ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা হাসান, উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা ছারোয়ারুল আহসান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ ইমদাদুল হক, সমাজসেবা কর্মকর্তা ইব্রাহিম আল মামুন মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরোধ চন্দ্র দাশ, সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, সমবায় কর্মকর্তা সজল চক্রবর্তী, পরিসংখ্যান কর্মকর্তা কামাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. এমদাদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ৮নং কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, ৩নং খাদিমনগর ইউপি চেয়ারম্যান দিলোয়ার হোসেন, ৫নং টুলটিকর ইউপি চেয়ারম্যান আবদুল মোছাব্বির প্রমুখ।