সিলেটপোস্ট রিপোর্ট : প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের ১১৮ টি বিশ্ববিদ্যালয় ফাইবার অপটিক ক্যাবেলের আওতায় আনা হবে। এছাড়া সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াইফাই জোন করার পরিকল্পনা নিয়েছে সরকার। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৫০০ ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্নাতক থেকে শুরু করে প্রযুক্তিবিদ্যা কোন ক্ষেত্রেই যেন কম্পিউটারের কোন বিকল্প নেই। কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হয়েও সামর্থ্য না থাকায় অনেকেই ব্যবহার করতে পারেন না কম্পিউটার। এ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতেই তাদের হাতে তুলে দেওয়া হলো বিনামূল্যের ল্যাপটপ। এর মাধ্যমে অবারিত হলো প্রযুক্তিবিদ্যার পথ।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এ রকম অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে তুলে দেয়া হয় ৫০০টি ল্যাপটপ। ল্যাপটপ তুলে দেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আর ল্যাপটপ পাওয়া শিক্ষার্থীরাও প্রস্তুত নতুন আগামীর স্বপ্ন বুনতে।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, যে হাতিয়ারটি তোমরা আজ হাতে পেলে সেটি নিয়ে তোমার ডিজিটাল আন্দোলনে শরিক হবে। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ তোমরাই নির্মাণ করবে আজকের দিনে এই হোক আমাদের অঙ্গিকার। ‘
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, ‘দেশের স্কুল গুলোতে কম্পিউটার ল্যাব তৈরি করা, ডিজিটাল ক্লাসরুম এবং ইউনিয়ন পর্যায়ে প্রযুক্তিসেবা পৌঁছে দেয়া সহ ডিজিটাল বাংলাদেশ গড়তে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। বিনামূল্যে বই বিতরণের মতো প্রতিটি স্কুলে বিনামূল্যে কম্পিউটার বিতরণ করা হবে। ‘
তিনি আরো বলেন, ‘তথ্য প্রযুক্তি খাতে শুধুমাত্র আওয়ামী লীগ সরকারই উন্নয়ন করেছে বিগত কোন সরকারই তা করতে পারেনি। দেশের ১১৮ টি বিশ্ববিদ্যালয় ফাইবার অপটিক ক্যাবেলের আওতায় আনা হবে। এছাড়া সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াইফাই জোন করার পরিকল্পনা নিয়েছে সরকার। ‘
জয় বলেন, ‘ভবিষ্যৎ ফেসবুক, ভবিষ্যৎ গুগল তোমাদের মধ্যেই কেউ আবিস্কার করবে। ‘