নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইয়ানঘাটে ভারতীয় প্রায় ২০ হাজার রুপীসহ ১ জনকে আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কদমতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সুনিল সিংহ (৪৭) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর এলাকার মৃত নিলু সিংহের ছেলে।
রোববর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ ব্যাটালিয়ানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটের জৈন্তাপুর উপজেলার তামাবিল বিওপির টহল দল গোয়াইয়ানঘাট উপজেলার কদমতলী নামক স্থান থেকে শনিবার দুপুরে সুনিল সিংহকে আটক করে। এ সময় তার কাছ থেকে ভারতীয় ১৯ হাজার ৮৪০ রুপী উদ্ধার করা হয়। আটককৃত ভারতীয় রুপীসহ সুনিল সিংহকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।