সংবাদ শিরোনাম
সিলেট বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় অভিনেত্রী নিপুণকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ  » «   তামাবিল মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে হাইওয়ে থানা পুলিশের মতবিনিময় সভা  » «   দেশের কৃষকদের উন্নয়নে শহীদ জিয়া অবদান অপরিসিম: আনিসুল হক  » «   জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত  » «   মাস্ক পরে গোপনে কেক কেটে প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা আটক  » «   দোয়ারাবাজারে সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ডিসি  » «   সমাজ সেবক ও প্রবাসী কমিউনিটি নেতা কাদিরকে সংবর্ধনা প্রদান  » «   সিলেট জেলা প্রেসক্লাবের নতুন সভাপতি মঈন উদ্দিন-সম্পাদক নাসির উদ্দিন  » «   দোয়ারাবাজারে স্ত্রীর যৌতুক মামলায় যুবক গ্রেপ্তার  » «   খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন  » «   বিশ্বনাথে প্রবাসীর ভূসম্পত্তি রক্ষা ও প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি- প্রবাসী মো: কাউসার আলী  » «   পতিত ফ্যাসিস্ট সরকারের দুষ্কৃতিকারীরা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত-হুুমায়ুন কবির শাহীন  » «   শীতে পর্যটকদের ভীড় বাড়ছে:এবারও অতিথিদের সরব পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বৃহত্তর সিলেট  » «   নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও বিপ্লব ব্যাহত হতে পারে -হুমায়ুন কবির শাহীন  » «   জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২  » «  

প্রবাসীর টাকা ছিনতাই : ২২ নং ওয়ার্ড ছাত্রলীগ সম্পাদকের স্বীকারোক্তি

4সিলেটপোস্ট রিপোর্ট : নগরীর শিবগঞ্জে প্রবাসীর টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতারকৃত মহানগর ছাত্রলীগের ২২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোশাহিদ খান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হক ফৌজধারী কার্যবিধির ১৬৪ ধারায় মোশাহিদের জবানবন্দী রেকর্ড করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহপরান থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন।

আদালত ও পুলিশ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশের তালিকাভূক্ত অপরাধী ছাত্রলীগকর্মী মোশাহিদ খান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা মোশাহিদকে রোববার বেলা ২টায় মহানগর ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হকের আদালতে নিয়ে যান। ফৌজধারী কার্যবিধির ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেট মোশাহিদের জবানবন্দী রেকর্ড করেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেয়া জবানবন্দীতে মোশাহিদ শিবগঞ্জে প্রবাসীর ২ লাখ ১৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে আরো ৯ সহযোগীর নাম স্বীকার করেছে। জবানবন্দী রেকর্ডের পর তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। পরে মোশাহিদকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। একই আদালত গত বৃহস্পতিবার মোশাহিদকে জিজ্ঞাসাবাদের জন্যে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঐ দিনই তাকে শাহপরান থানা পুলিশের হেফাজতে রিমান্ডে নেয়া হয়।রিমান্ড শেষে আদালতে সোপর্দ করলে মোশাহিদ স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।

মোশাহিদ খান জকিগঞ্জের মুহিতপুর গ্রামের মৃত ক্বারী সিরাজ আহমদের ছেলে। সে নগরীর শাহজালাল উপশহরের সি ব্লকের ৩৮ নং রোডে বসবাস করে উপশহর ও শিবগঞ্জ কেন্দ্রীক নানা অপরাধ করে আসছিল। পুলিশের একটি সূত্রে জানা গেছে, উপশহরে গড়ে উঠা সংঘবদ্ধ অপরাধ চক্রের ব্যাপারে মোশাহিদ খান’র জবানবন্দীতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অপরাধ চক্রের সদস্যদের ব্যাপারেও বিস্তর বর্ণনা দিয়েছে সে। চুরি, ছিনতাই, ডাকাতিসহ নিজের সম্পৃক্ততা রয়েছে এমন ঘটনারও বর্ণনা রয়েছে জবানবন্দীতে। তবে শিবগঞ্জের ছিনতাইয়ের ঘটনার ব্যাপারে বিস্তারিত বর্ণনা দিয়েছে মোশাহিদ।

জানা গেছে, গত ২৬ এপ্রিল বিকেলে শিবগঞ্জের মনোয়ার সিএনজি স্টেশনের সামন থেকে একদল ছিনতাইকারী মধ্যপ্রাচ্য প্রবাসী জকিগঞ্জের বাসিন্দা শাহীনুল আম্বিয়ার কাছ থেকে ২ লাখ ১৭ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় শাহপরান থানায় মামলা দায়ের হলে ২৯ এপ্রিল দিবাগত রাতে শহরতলীর ছিরামপুর থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ মোশাহিদকে গ্রেফতার করে শাহপরান থানা পুলিশ। একই রাতে এ ঘটনায় সম্পৃক্ত আরো ২ ছিনতাইকারীকেও গ্রেফতার করা হয়। মোশাহিদের দেয়া জবানবন্দীতে উল্লেখ করা ৯ জনের মধ্যে ৬ ছিনতাইকারী এখনো পলাতক রয়েছে। এছাড়া ছিনতাইকৃত টাকারও কোন হদিস পায়নি পুলিশ।

শাহপরান থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ছিনতাইকারী মোশাহিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। শিবগঞ্জের ছিনতাইয়ের ঘটনায় সে জবানবন্দীতে বিস্তারিত বর্ণনা দিয়েছে। তবে তদন্তের প্রয়োজনে এর বেশি বলা যাচ্ছে না। ঘটনায় জড়িত অন্য ছিনতাইকারীদের গ্রেফতার ও লুট হওয়া টাকা উদ্ধারের জন্যে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি দাবী করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.