সংবাদ শিরোনাম
ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়  » «   লন্ডন প্রবাসী আলি নুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  » «   হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ  » «   ফটো সাংবাদিক আজমলের মাতার মৃত্যুতে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের শোক  » «   কুলাউড়ায় সাবেক সচিবের বাগান বাড়ি থেকে লাশ উদ্ধার  » «   জনগনের সরকার প্রতিষ্টা হওয়ার পূর্ব পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে : জিকে গাউছ  » «   সাবেক মন্ত্রী ইমরান আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ  » «   কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কালা মিয়া গ্রেফতার  » «   সিলেটে পিপি ফয়েজের কক্ষে তালা পিপি মুজিব লাঞ্চিত    » «   বাংলাদেশের নতুন পথচলায় সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখবেন : এসএমপি কমিশনার রেজাউল করিম  » «   পশ্চিম ধরাধরপুর মসজিদকে এক ব্যক্তির কবল থেকে মুক্ত করার দাবি-ধরাধরপুর এলাকাবাসী  » «   ড. ইউনুসকে সময় দিতে চান তারেক রহমান-সিলেটে এম এ মালিক  » «   নিয়োগ প্রাপ্ত পাবলিক প্রসিকিউটর এড. ফয়েজকে প্রত্যাখ্যান করে সিলেট আইনজীবী ফোরামের প্রতিবাদ সমাবেশ  » «   তারেক রহমান আইনী ব্যবস্থার মাধ্যমে অচিরে দেশে ফিরে আসবেন”-এম এ মালেক  » «   আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন  » «  

প্রবাসীর টাকা ছিনতাই : ২২ নং ওয়ার্ড ছাত্রলীগ সম্পাদকের স্বীকারোক্তি

4সিলেটপোস্ট রিপোর্ট : নগরীর শিবগঞ্জে প্রবাসীর টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতারকৃত মহানগর ছাত্রলীগের ২২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোশাহিদ খান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হক ফৌজধারী কার্যবিধির ১৬৪ ধারায় মোশাহিদের জবানবন্দী রেকর্ড করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহপরান থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন।

আদালত ও পুলিশ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশের তালিকাভূক্ত অপরাধী ছাত্রলীগকর্মী মোশাহিদ খান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা মোশাহিদকে রোববার বেলা ২টায় মহানগর ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হকের আদালতে নিয়ে যান। ফৌজধারী কার্যবিধির ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেট মোশাহিদের জবানবন্দী রেকর্ড করেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেয়া জবানবন্দীতে মোশাহিদ শিবগঞ্জে প্রবাসীর ২ লাখ ১৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে আরো ৯ সহযোগীর নাম স্বীকার করেছে। জবানবন্দী রেকর্ডের পর তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। পরে মোশাহিদকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। একই আদালত গত বৃহস্পতিবার মোশাহিদকে জিজ্ঞাসাবাদের জন্যে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঐ দিনই তাকে শাহপরান থানা পুলিশের হেফাজতে রিমান্ডে নেয়া হয়।রিমান্ড শেষে আদালতে সোপর্দ করলে মোশাহিদ স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।

মোশাহিদ খান জকিগঞ্জের মুহিতপুর গ্রামের মৃত ক্বারী সিরাজ আহমদের ছেলে। সে নগরীর শাহজালাল উপশহরের সি ব্লকের ৩৮ নং রোডে বসবাস করে উপশহর ও শিবগঞ্জ কেন্দ্রীক নানা অপরাধ করে আসছিল। পুলিশের একটি সূত্রে জানা গেছে, উপশহরে গড়ে উঠা সংঘবদ্ধ অপরাধ চক্রের ব্যাপারে মোশাহিদ খান’র জবানবন্দীতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অপরাধ চক্রের সদস্যদের ব্যাপারেও বিস্তর বর্ণনা দিয়েছে সে। চুরি, ছিনতাই, ডাকাতিসহ নিজের সম্পৃক্ততা রয়েছে এমন ঘটনারও বর্ণনা রয়েছে জবানবন্দীতে। তবে শিবগঞ্জের ছিনতাইয়ের ঘটনার ব্যাপারে বিস্তারিত বর্ণনা দিয়েছে মোশাহিদ।

জানা গেছে, গত ২৬ এপ্রিল বিকেলে শিবগঞ্জের মনোয়ার সিএনজি স্টেশনের সামন থেকে একদল ছিনতাইকারী মধ্যপ্রাচ্য প্রবাসী জকিগঞ্জের বাসিন্দা শাহীনুল আম্বিয়ার কাছ থেকে ২ লাখ ১৭ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় শাহপরান থানায় মামলা দায়ের হলে ২৯ এপ্রিল দিবাগত রাতে শহরতলীর ছিরামপুর থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ মোশাহিদকে গ্রেফতার করে শাহপরান থানা পুলিশ। একই রাতে এ ঘটনায় সম্পৃক্ত আরো ২ ছিনতাইকারীকেও গ্রেফতার করা হয়। মোশাহিদের দেয়া জবানবন্দীতে উল্লেখ করা ৯ জনের মধ্যে ৬ ছিনতাইকারী এখনো পলাতক রয়েছে। এছাড়া ছিনতাইকৃত টাকারও কোন হদিস পায়নি পুলিশ।

শাহপরান থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ছিনতাইকারী মোশাহিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। শিবগঞ্জের ছিনতাইয়ের ঘটনায় সে জবানবন্দীতে বিস্তারিত বর্ণনা দিয়েছে। তবে তদন্তের প্রয়োজনে এর বেশি বলা যাচ্ছে না। ঘটনায় জড়িত অন্য ছিনতাইকারীদের গ্রেফতার ও লুট হওয়া টাকা উদ্ধারের জন্যে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি দাবী করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.