নিজস্ব প্রতিবেদক : সিলেটে সেমিনারে বক্তারা বলেছেন, বর্তমান বিশ্বে ডায়াবেটিস মহামারি আকার ধারণ করেছে। আন্তর্জাতিক ডায়াবেটিস সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে ৫৯ লাখ মানুষ ডায়াবেটিকে আক্রান্ত। ধারণা করা হচ্ছে ২০৩০ সালে এ রোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দ্বিগুণ ছাড়িয়ে যাবে।
সোমবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলের মিলনায়তনে নভোনরডিক্স র্ফামা লিমিটেডের উদ্যোগে সিলেট রিজিওনাল লঞ্চিং প্রোগ্রাম অনুষ্টানে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে বক্তারা ডায়াবেটিসের বিভিন্ন দিক এবং এ রোগের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরেন।
অনুষ্ঠানে নভোনরডিক্স ফার্মার সিনিয়র মেডিকেল ম্যানেজার ডা. আনন্দ জেইন নভোনরডিক্সের নতুন ইনসুলিন রাইজোডেক সম্পর্কে উপস্থিত চিকিৎসকদের অবহিত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নভোনরডিক্স ফার্মা লিমিটেডের নির্বাহী কর্মকতা ডা. ফাহিম আহমদ, ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের (এন্ডোক্রাইনোলজি) বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শাহ্ এমরান প্রমুখ।