সংবাদ শিরোনাম
গোলাপগঞ্জে টাকা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা: ব্যাংকের গেইটে তালা  » «   কয়ছর এম আহমেদকে কারণ দর্শানোর শোকজ নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি  » «   মৃত্যুর ৪ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে সিলেট গ্যাস ফিল্ড কর্মকর্তার লাশ উত্তোলন  » «   গুজব ও অপপ্রচারের যথাযথ মোকাবিলা করতে হবে: আরিফুল হক  » «   ভাত  দেয়, কাজ দেয়,পাথর কোয়ারী খোলে দেয় স্লোগানে দিয়ে মানববন্ধন  » «   সিকৃবিতে ব্যানার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া  » «   এবার বাংলাদেশ ছাত্রলীগের বিবৃতি প্রকাশও এখন নিষিদ্ধ  » «   ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়  » «   লন্ডন প্রবাসী আলি নুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  » «   হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ  » «   ফটো সাংবাদিক আজমলের মাতার মৃত্যুতে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের শোক  » «   কুলাউড়ায় সাবেক সচিবের বাগান বাড়ি থেকে লাশ উদ্ধার  » «   জনগনের সরকার প্রতিষ্টা হওয়ার পূর্ব পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে : জিকে গাউছ  » «   সাবেক মন্ত্রী ইমরান আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ  » «   কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কালা মিয়া গ্রেফতার  » «  

বার্সেলোনার সামনে বায়ার্নের বাধা

10সিলেটপোস্ট রিপোর্ট : বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওলার জন্য এ ম্যাচটা যেমন স্পেশাল তেমনি স্মৃতির উজান বেয়ে অতীত রোমন্থনেরও। আজ বুধবার যে তিনি ফিরছেন ন্যু ক্যাম্পে। যেখানে খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার যেমন কাটিয়েছেন তেমনি কোচ হিসেবে কাটিয়েছেন উজ্জ্বলতম সময়। বার্সেলোনাকে ১৪টি শিরোপা জিতিয়েই ন্যু ক্যাম্প ছেড়েছিলেন গার্দিওলা। এতদিন লিওনেল মেসির খেলা উপভোগ করেছেন আর প্রতিপক্ষের সর্বনাশ দেখে তৃপ্তি পেয়েছেন। কিন্তু এবার খোদ ন্যু ক্যাম্পে তার এক নম্বর মিশনই হচ্ছে মেসিকে ঠেকানো। সঙ্গে লুইস সুয়ারেজ এবং নেইমারকেও। হ্যাঁ, আজই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে সেই জিভে জল আনা ম্যাচ বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ।

শুধু মেসি-ইনিয়েস্তা-জাভিরা? বার্সার বর্তমান কোচ লুইস এনরিকেও খেলোয়াড় জীবনে ন্যু ক্যাম্পে গার্দিওলার সতীর্থ ছিলেন। সব মিলিয়ে ম্যাচটা তাই বায়ার্ন কোচের জন্য সত্যিই অন্যরকম। কিন্তু তারপরও বাস্তবতা হচ্ছে-কঠিন পেশাদারিত্বের এ যুগে অতীত নিয়ে কেউই বসে থাকে না। থাকছেন না গার্দিওলাও। বরং আজকের ম্যাচে মেসিদের কী করে ঠেকানো যায়, তার যাবতীয় কূটকৌশল তিনি ধরিয়ে দিয়েছেন টমাস মুলার, বোয়েটাং, ফিলিপ লাম আর মারিও গোটজেদের। ভাগ করে নিচ্ছেন তার বার্সা অভিজ্ঞতাও। কারণ কোচ হিসেবে নিজেকে যে আরও উঁচুতেই তুলতে চান গার্দিওলা। ইতোমধ্যেই চলতি মৌসুমে জার্মান বুন্দেসলিগার শিরোপা জিতেছে বায়ার্ন। এখন চ্যাম্পিয়ন্স লিগ জিতে ডাবল জেতার সুযোগ তার সামনে।

কিন্তু তিনি চাইলেও যে তা সহজে পাবেন না, তা বলাইবাহুল্য। বরং কঠিনতম চ্যালেঞ্জেই পড়তে হচ্ছে বায়ার্নকে। বার্সার বাধা টপকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকেট পাওয়া যে কতটা দুরূহ, সেটা ইউরোপের বড় সব দলের দুঁদে কোচই কমবেশি জানেন। যেমনটা বলছেন গার্দিওলাও-‘কোনো সন্দেহ নেই ন্যু ক্যাম্পে আমাদের বড় পরীক্ষাই দিতে হবে। আর মেসিকে নিয়ে আমাদের গেমপ্ল্যান তো আছেই। কিন্তু শুধু মেসি নয়, পুরো বার্সাই আমাদের আতশ কাচের তলায়। কারণ এটা মানতেই হবে বার্সায় গোলদাতার অভাব নেই। মেসি, সুয়ারেজ ও নেইমার-সামান্যতম সুযোগেই ওরা গোল তুলে নিতে পারে। আমরা সেদিকটাতেই নজর রাখছি। পাশাপাশি নিজেদের সেরাটা তো খেলতেই হবে।’

তো এমন ম্যাচে দুই সেরা অস্ত্র রবার্ট লেভানদোস্কি ও আরিয়েন রবেনকে পাচ্ছেন না গার্দিওলা। কারণ দু’জনেরই ইনজুরি। তারপরও মুখে বিশেষ মুখোশ পরে খেলার অনুমতি চেয়েছেন লেভানদোস্কি। ম্যানেজমেন্ট অবশ্য ওমন ঝুঁকি নিতে নারাজ। তাই গোটজে, মুলার, শোয়েইন্সটাইগার ও আলোনসোর ওপরই ভরসা রাখছেন গার্দিওলা। আর রক্ষণ ছেড়ে লিবারো হিসেবে মাঝমাঠে উঠে আসবেন ফিলিপ লাম। গোলে তো ম্যানুয়েল নয়ার থাকছেনই।

ওদিকে লা লিগা শিরোপার দিকে এগিয়ে যাওয়া বার্সা রয়েছে দুরন্ত ফর্মে। লা লিগায় শেষ ম্যাচে কর্দোভাকে উড়িয়ে দেয় ৮-০ গোলে। নিজেদের শেষ ১৬ ম্যাচের ১৫টিতেই জিতেছে বার্সা। সবচেয়ে বড় কথা, গোলের মধ্যে রয়েছেন মেসি, সুয়ারেজ ও নেইমার। তিন তারকা মিলে চলতি মৌসুমে একশ’ গোলের বেশি ইতোমধ্যেই করে ফেলেছেন। বার্সা কোচ এনরিকে ম্যাচ নিয়ে বলছিলেন-‘আমি এ ম্যাচে কাউকে ফেভারিট হিসেবে চিহ্নিত করতে রাজি নই। দুটি গ্রেট টিমের জন্য সমান সুযোগ অপেক্ষা করছে।’

এনরিকে আজ তার সেরা দলকেই পাচ্ছেন। সামনে লাতিন আমেরিকার ‘ত্রিফলা’ তো থাকছেই, আরও থাকছেন ইনিয়েস্তা ও ইনফর্ম রাকিটিচ। পেছনে আলভেস, আলবা, পিকে ও মাসচেরানো।

-কোনো দুর্বলতা খুঁজে পাওয়া যাচ্ছে কি?

তাহলে জেনে রাখুন-ইউরোপীয় প্রতিযোগিতায় বায়ার্নের বিপক্ষে বার্সার ইতিহাসটা তেমন সুবিধার নয়। আট ম্যাচে বার্সার জয় মাত্র একটিতে। হার পাঁচ ও ড্র দুটিতে। বার্সা বস এনরিকে সেটা নিশ্চয়ই মাথায় রেখেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.