সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

রাজশাহীর মেয়র বুলবুল সাময়িক বরখাস্ত

4সিলেটপোস্ট রিপোর্ট : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী বরাবর বৃহস্পতিবার বিকেল ৫টার পরে পাঠানো এক ফ্যাক্সবার্তায় এ আদেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জসিম উদ্দিন হায়দার এ চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে আগামী তিন দিনের মধ্যে প্যানেল মেয়রকে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব জসিম উদ্দিন হায়দার বলেন, ‘মেয়রের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০০৯ সালের সিটি করপোরেশন আইনের ১২ এর ১ ধারা অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে।’

মেয়র বুলবুলের বরখাস্ত চেয়ে পুলিশ সদর দফতরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য গত ২৩ জানুয়ারি চিঠি দেয় রাজশাহী মহানগর পুলিশ।

চিঠিতে বলা হয়, রাসিকের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুলের নামে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ রায় হত্যাসহ বিস্ফোরক আইনে ৫টি মামলা আছে। বুলবুল মেয়র পদে দায়িত্ব পালন করলে মামলাগুলো ভিন্নখাতে প্রবাহিত হওয়ার আশঙ্কা আছে। এছাড়া রাষ্ট্রবিরোধী বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে মদদ ও নির্দেশনা দিয়ে আসছেন তিনি। এজন্য তাকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করার প্রয়োজনীয়তা আছে।

বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোটের চলমান হরতাল-অবরোধে নাশকতার তিন মামলাসহ মোট ১৬টি মামলার আসামি হয়ে তিন মাসের বেশি সময় ধরে আত্মগোপনে আছেন সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.