সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

ব্যাটিংয়ে পাকিস্তান : ৫ উইকেট তুলে নিলো বাংলাদেশ

6সিলেটপোস্ট রিপোর্ট : ২০৩ রানে প্রথম ইনিংসে অল আউট হলো বাংলাদেশ। পাকিস্তানের থাকলো ৩৫৪ রানের লিড। ফলো অনে পড়লো টাইগাররা। কিন্তু তাদের ফলো অনে ব্যাটিংয়ে না পাঠিয়ে পাকিস্তান শুরু করলো তাদের দ্বিতীয় ইনিংস। মিসবাহ উল হক নিশ্চয়ই ভেবেছেন প্রতিপক্ষের ওপর রানের পাহাড় চাপিয়ে দেওয়ার কথা। পাহাড় তো হয়েছেই। কিন্তু বাংলাদেশের বোলাররাও পেয়েছেন সাফল্য। এর মধ্যে ৫০০ রানের লিড পেরিয়েছে পাকিস্তান। কিন্তু ৫ উইকেট তুলে নিতে পেরেছে স্বাগতিকরা। মিরপুরে শেষ খবর, ৫ উইকেটে ১৬২ রান পাকিস্তানের। ৫১৬ রানের লিড। মিসবাহ ৬০ ও সরফরাজ ৭ রানে ব্যাট করছেন।
পাকিস্তান ব্যাট করতে নামলো বড় লিড নিয়েই। আর তাদের মোহাম্মদ হাফিজ এদিন চতুর্থ বলেই হয়েছেন মোহাম্মদ শহীদের শিকার। এই পেসার হাফিজকে মুশফিকের ক্যাচ বানিয়েছেন উইকেটের পেছনে। শূন্য হাতে ফিরেছেন হাফিজ। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ তিনি। এরপর সামি আসলামকে ফার্স্ট স্লিপে মাহমুদ উল্লাহের চমৎকার ক্যাচ বানিয়েছেন শহীদ। ৮ রান করেছেন আসলাম। প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান আজহার আলী হয়েছেন সৌম্য সরকারের প্রথম টেস্ট উইকেট। ২৫ রান করে গালিতে শুভাগত হোমকে ক্যাচ দিয়ে ফিরেছেন আজহার। ৪৯ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। এরপর আর উইকেট না হারিয়ে ৯২ রান নিয়ে চা বিরতিতে যায় পাকিস্তান। ইউনিস খান ও মিসবাহে মধ্যে ভালো একটা জুটি গড়ে উঠেছিলো। সেটা ভেঙেছেন তাইজুল। ৩৯ রান করার পর তাইজুলকে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরেছেন ইউনিস। ভেঙ্গেছে ৫৮ রানের জুটি। এরপর শুভাগত হোম বোল্ড করেছেন ১৫ রান করা আসাদ শফিককে।
ঢাকা টেস্টের তৃতীয় দিনের সকালটাও পাকিস্তানের। দিনের শুরুতে ওয়াহাব রিয়াজ তুলে নেন সৌম্য সরকার ও শুভাগত হোমকে। আগের দিন সাকিব আল হাসান অপরাজিত ছিলেন ১৪ রানে। তিনি একা কি করবেন? এরপর তাইজুল ইসলাম আউট ১৫ রান করে। শাহাদাত নেই বলে শহীদ শেষ ব্যাটসম্যান। তাকে নিয়েই অন্য পরিকল্পনায় খেলা শুরু করলেন। এক প্রান্তে শহীদকে রেখে আক্রমণের পর আক্রমণ চালিয়ে যেতে থাকলেন সাকিব। ইয়াসির শাহের এক ওভারে ২টি চার ও একটি ছক্কা মারলেন। ওাহাব রিয়াজের ওভারে দুই দফা তিনটি করে বাউন্ডারি মারলেন। এভাবে আক্রমণকে আত্মরক্ষার প্রধান কৌশল হিসেবে বেছে নিলেন সাকিব। সিঙ্গেল নিচ্ছিলেন না। চার আর ছয় এর ওপর ভর করে এক সময় সেঞ্চুরির দিকে এগিয়ে যান সাকিব। কিন্তু হলো না। হলো না ইয়াসির ১ রান করা শহীদকে তুলে নিলে। শেষ হয় শেষ উইকেটে ৬২ বলে ৬৩ রানের জুটি।
আফসোস থাকতেই পারে সাকিবের। মিরপুরে এর আগে একটি টেস্ট সেঞ্চুরি আছে তার। আরেকটি সেঞ্চুরি তো হাতছানি দিয়ে ডাকছিলো। কিন্তু শহীদ আউট হলেন বলে তা হলো না। ৯১ বলে ১৪টি চার ও ২টি ছক্কায় ৮৯ রানে অপরাজিত রইলেন সাকিব।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.