নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক উত্তরপূর্ব’র প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম বলেছেন, প্রশিক্ষণের অভাবেই অপসাংবাদিকতা মাথাচারা দিয়ে উঠেছে।
সেন্টার ফর ইমপ্রুভমেন্ট অব প্রেস-সিআইপির সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
শুক্রবার সকাল ১০টায় সিলেট মহানগরীর কাজী ইলিয়াস এলাকায় দৈনিক উত্তরপূর্ব মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে ১৬ জন নতুন সংবাদকর্মী অংশ নিচ্ছেন।
উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিলেট জেলা শাখার সদস্য সচিব বন্ধু লাইব্রেরির স্বত্বাধিকারী মাহবুবুল আলম মিলন। সভাপতিত্ব করেন সিআইপির পরিচালক সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আল-আজাদ।
প্রধান অতিথি সিলেটের আজিজ আহমদ সেলিম বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অপরিহার্য। বস্তুনিষ্ঠতা না থাকলে কোন সংবাদ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়না।
বিশেষ অতিথি রোটারিয়ান মাহবুবুল আলম মিলন বলেন, সাংবাদিকদেরকে মানুষের বন্ধু হতে হবে।
তিনি বলেন, প্রত্যেক সাংবাদিকের রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে; কিন্তু সাংবাদিকতায় এর ছাপ পড়বেনা।
সভাপতির বক্তব্যে আল-আজাদ বলেন, সৎ, সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাকে এগিয়ে নিতে সিআইপির প্রচেষ্টা অব্যাহত থাকবে।