জৈন্তাপুর সংবাদদাতা : সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগণকে অবহিতকরন এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে শুক্রবার বিকেল ৪টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান কামাল আহমদ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রনালয়ের সচিব মরতুজা আহমদ, স্থানীয় সরকার সিলেট শাখার উপ-পরিচালক (উপ-সচিব) ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা তথ্য অফিস সিলেটের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি, বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক জাহিদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন সিলেটের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মো. আবদুল কাইয়ুম, বাংলাদেশ টেলিভিশন সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিম।
এসময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, সিনিয়র সহ-সভাপতি ফয়েজ আহমদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, সাবেক ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাংবাদিক শাহজাহান কবির খান, আবুল হোসেন মো. হানিফ, রেজওয়ান করিম সাব্বির প্রমুখ।