প্রেস বিজ্ঞপ্তি : সিলেট সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবদুর রকিব তুহিনের সার্বিক তত্ত্বাবধানে মোহিনী সমাজ কল্যান সমিতির আয়োজনে এবং মানব সেবায় রক্তদান গ্র“প, স্বপ্ন ব্লাড ফাইটার্স ও বেঙ্গলি পুর ফান্ড সিল্টে’র সহযোগিতায় শুক্রবার দিনব্যাপি ফ্রি ব্লাড গ্র“পিং সম্পন্ন হয়েছে। এতে লামাপাড়া এবং আশপাশের এলাকার সর্বস্থরের মানুষ, তাদের রক্তের গ্র“প জানতে পেরে উপকৃত হয়েছেন। মোহিনী সমাজ সমিতির সভাপতি ফয়সল আহমদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন শিবগঞ্জ জামে মসজিদের মোতাওয়াল্লি আবদুল মালিক লাল মিয়া, লামাপাড়া মসজিদের সেক্রেটারি ফারুক আহমদ, লামাপাড়া প্রতিরোধ কমিটির আহবায়ক আবদুল মুকিত কুনু, সদস্য আজাদুর রহমান, কয়সর আহমদ, সৈয়দ মিনহাজ উদ্দিন মূসা, কয়েছ আহমদ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন শাপলা সংঘের সভাপতি কামাল হোসেন খান রিপন, সিনিয়র সদস্য সাদিক মিয়া সাকির, বোরহানবাগ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মিফতাউজ্জামান ইমরান, সমাজসেবা সম্পাদক আবদুল ইকবাল, হাতিমবাগ সমবেত যুবসংঘের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মুহিন, আবদুর রহমান য়সল, নজরুল ইসলাম, সাকিবুর রহমান, দোলোয়ার হোসেন রনি, সাব্বি রহমান ছামির, ইমরান আলম নিপু, ইফতেখার আহমদ, আহমেদ আল সাব্বির, খালেদ আহমদ, শেবুল হোসেন, রাজীব আহমদ চৌধুরী, বাবলু আহমদ, শাহরিয়ার নিজাম খান, রাসেল আহমদ, রুমন আহমদ, আরিফ খান, আকবর কোরেশী, ছোহায়েল আহমদ নাছিম, রাজিন আহমদ, সোহলে আহমদ চৌধুরী, শিহাব উদ্দিন, রহমত মিয়া মনু, হৃদয় রনি, তৌকির আহমদ, আরাফাত হোসনে, রেদওয়ানুল করিম মাসউদ, রুবেল আহমদ, রবি, সালা উদ্দিন বিজয়, মহুমা আক্তার নিপা, তৌহিদ প্রমুখ।
মোহিনী সমাজ কল্যান সমিতির ব্লাডগ্রুপিং সম্পন্ন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ৮, ২০১৫ | ১০:৫৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »