সিলেটপোস্ট রিপোর্ট : সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিলেট বিভাগীয় পর্যায়ে গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা-২০১৪ শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সিলেট বিভাগের সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার প্রতিযোগিরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় হা-ডু-ডু খেলায় চ্যাম্পিয়ন হয় সুনামগঞ্জ জেলা দল ও রানার-আপ হয় মৌলভীবাজার জেলা দল; কানামাছি ভোঁ ভোঁ খেলায় চ্যাম্পিয়ন সিলেট জেলা দল ও রানার-আপ হয় মৌলভীবাজার জেলা দল; বউচি-তে চ্যাম্পিয়ন হয় মৌলভীবাজার জেলা দল ও রানার-আপ সিলেট জেলা দল; মোরগ লড়াইয়ে চ্যাম্পিয়ন হবিগঞ্জ জেলা দল ও রানার-আপ হয় মৌলভীবাজার জেলা দল; বিস্কুট দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বিশ্বনাথ উপজেলা ও রানার-আপ হয় মৌলভীবাজার এবং দড়ি লাফে চ্যাম্পিয়ন হয় বিশ্বনাথ উপজেলা ও রানার-আপ হয় মৌলভীবাজার।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিলেট বিভাগের কমিশনার ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মো. জামাল উদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. মিজানুর রহমান-পিপিএম এবং সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আল-আমিন, সংস্থার সহ-সভাপতি হেলাল উদ্দিন আহমদ, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্থার কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য বিজিত চৌধুরী ও এডভোকেট নিজাম উদ্দিন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিলেট জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ মো. ফয়জুল ইসলাম আরিজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক, চিত্ত সমাদ্দার, প্রদীপ চৌধুরী প্রমুখ।
প্রতিযোগিতা উদ্বোধন করেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।