নিজস্ব প্রতিবেদক : সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) চরম নিরাপত্তাহীনতা প্রকাশ পেয়েছে তদন্ত কমিটির রিপোর্টে। ছাত্রী হলের নিরাপত্তা ভেদ করে বোরকা পড়ে ছাত্রের প্রবেশের সত্যতা ও অনৈতিকতার অভিযোগে গত ৪ মে ৩ জনকে বহিষ্কার করা করা হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত নোটিশ টানানোর পর আতঙ্কিত হয়ে উঠেছেন সাধারণ ছাত্রীরা। ক্যাম্পাসে ছাত্রী হলের পর্যান্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন আতঙ্কিত ছাত্রীরা। সিকৃবি রেজিস্টার স্বাক্ষরিত এক নোটিশে ছাত্রী হলে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হওয়ার অভিযোগে ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্স’র ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতরা হলো সিকৃবির ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্স ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের ছাত্রী কামরুন্নাহার, আকলিমা বেগম ও ছাত্র জামাল হোসেন সবুজ। এদের মধ্যে ছাত্রী হলে বোরকা পড়ে অনুপ্রবেশ ও অনৈতিক কাজের দায়ে সবুজকে আজীবন ও অপর দুই ছাত্রীকে দুই সেমিস্টারের জন্য বহিস্কার করা হয়।
জানা গেছে, গত ২৪ জানুয়ারি বোরকা পড়ে ছাত্রী হলের নিরাপত্তা ভেদ করে ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্সের ছাত্র জামাল হোসেন সবুজ সিকৃবির সুহাসিনী দাশ ছাত্রী হলে প্রবেশ করে। এ সময় একই বিভাগের ২ ছাত্রী কামরুন্নাহার, আকলিমা বেগমের সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়। বিষয়টি ক্যাম্পাসে জানাজানি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির অনুসন্ধানে প্রকৃত সত্য বেরিয়ে আসে। কমিটির সুপারিশের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে বহিষ্কারাদেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাম প্রকাশে অনিচ্ছুক সিকৃবি একাধিক শিক্ষার্থী জানান, এ ধরণের ঘটনা ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। পাশাপাশি আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি।
এ ব্যাপারে সিকৃবি রেজিস্টার বদরুল ইসলাম সোয়েব জানান, বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সভায় ‘অর্ডিন্যান্স ফর স্টুডেন্ট’ বিধি অনুযায়ী তিন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।