সিলেটপোস্ট রিপোর্ট : পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত একটি সিরিজ শেষ হলো। হার দিয়ে শেষটা না হলে কোনো অপ্রাপ্তিই থাকতো না। তারপরও অনেকে বাংলাদেশের সেরা সিরিজ হিসেবেও মনে করেছেন এটিকে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে, টি-২০ ও টেস্ট সিরিজে সব মিলিয়ে ছয় ম্যাচে ৪-১-এ জয় টাইগারদের।
ঢাকা টেস্ট শনিবার একদিন আগেই শেষ হয়েছে। আর ঐ দিনই বাংলাদেশ দলের যাদের ঢাকায় বাসা রয়েছে তারা হোটেল ছেড়েছে। তবে জুবায়ের হোসেন লিখন ও সৌম্য সরকার রোববার সকালে হোটেল ছাড়েন। পাকিস্তানের সঙ্গে শেষটা ভালো না হওয়ায় কিছুটা আক্ষেপ আছে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের। তাই ভারত সিরিজের দিকে দৃষ্টি তার।
আগামী মাসের ৭ তারিখে ১টি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলতে ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল। পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজে ব্যাটসম্যানরা ভালো করলেও বোলাররা ভালো করেনি। তাই এ বিষয়টি মুশফিককে ভাবিয়ে তুলেছে।
কাজেই ভারত সিরিজের আগে নিজেদের সেভাবে প্রস্তুতির দিকেই লক্ষ্য মুশফিকের, ‘ভারত সিরিজের আগে আগে আমরা বিসিএলে খেলার সুযোগ পাবো। যা আমাদের প্রস্তুত হতে কাজে লাগবে। পাকিস্তান সিরিজে যারা ভালো খেলেছে, তারা জানে তাদের কী করতে হবে। আর যারা খারাপ খেলেছে, তারা চেষ্টা করবে দ্রুত কামব্যাক করতে। কারণ আমাদের ব্যাটসম্যানদের রান দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’
মুশফিক আরও বলেন, ‘বিশেষ করে বোলিং বিভাগে আমাদের অনেক কাজ করতে হবে। আমাদের ব্যাটসম্যানদের যতোটা উন্নতি হয়েছে, সে হিসেবে বোলারদের উন্নতি হয়নি। আশা করি ব্যাটসম্যানরা আরো উন্নতি করবে। সেই সঙ্গে বোলাররা তাদের সঙ্গে তাল মেলাবে।’