নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরী থেকে রিভলবারসহ এক যুবককে আটক করেছে পুলিশ। গত রোববার রাত ৩টায় নগরীর ভাতালিয়া ৫৭/২ নম্বর বাসায় অভিযান চালিয়ে কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করে। আটককৃত পিংকু চন্দ্র দাস (২৭) ওই বাসার পটল চন্দ্র দাসের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তার বাসায় অভিযান চালিয়ে পিংকুকে একটি রিভলবারসহ আটক করা হয়।