সিলেটপোস্ট রিপোর্ট : সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেছেন, আমাদের বাস্তব জীবনে সকল ক্ষেত্রে বিজ্ঞানের ব্যবহার রয়েছে। ক্ষুদে বিজ্ঞানীদের এই সকল প্রজেক্ট দেশ ও সমাজের উন্নয়নে অবশ্যই বিরাট ভূমিকা রাখবে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞানের ক্ষেত্রে অবদান রেখে দেশ সহ গোটা বিশ্বের জন্য কাজ করতে হবে। তিনি আরো বলেন, সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অগ্রগামীর সুনাম অন্যরকম। তাই এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখতে শিক্ষার্থীদের প্রশংসণীয় ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন।
অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ’’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাহানা জাফরিন রোজীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. কবির খান। অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন শিক্ষার্থী সেতু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিফতা উল জান্নাত। গীতা পাঠ করেন মৌমিতা চক্রবর্তী ও বাইবেল পাঠ করেন আমান্ডা লিমা। শিক্ষক-শিক্ষার্থীদের পরিবেশনায় আমরা করবো জয় গানের মধ্য দিয়ে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ শিক্ষকমন্ডলী।