সিলেটপোস্ট রিপোর্ট :বর্ষবরণ উৎসবে যৌন হয়রানিতে জড়িতদের গ্রেফতারের দাবিতে ডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচিতে ছাত্র ইউনিয়নের কর্মীদের লাঞ্ছনাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আদালতকে জানাতে বলা হয়েছে। একটি রিট আবেদনের শুনানি শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)এ কে এম শহীদুল হককে মঙ্গলবার এই নির্দেশ দেয় হাইকোর্ট। আগামী ১৪ জুন এই প্রতিবেদন দিতে হবে তাকে।বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ এই নির্দেশের পাশাপাশি একটি রুলও দিয়েছে।
লাঞ্ছিত করার ওই ঘটনা কেন অবৈধ হবে না এবং জড়িতের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, শাহবাগ ও রমনা থানার ওসিসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে।
আদালতে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। আবেদনের শুনানিও তিনিই করেন।