সংবাদ শিরোনাম
সিলেটের মাটি থেকে এবার পণ্য যাবে সরাসরি বিশ্ববাজারে-রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী  » «   শিক্ষাঙ্গন থেকেই শুরু হোক আদর্শ রাষ্ট্র নির্মাণের পথচলা”-কাইয়ুম চৌধুরী  » «   বিসিবি কর্মকর্তার ইকরাম মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক প্রকাশ  » «   বিএনপি সব সময় সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন ও সাংস্কৃতিক চর্চার পক্ষে: ইমদাদ চৌধুরী  » «   ফটো সাংবাদিক শহীদ তুরাবের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে-বাবুল তালুকদার    » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মহানগর কৃষক দলের সভাপতি শাহীন  » «   বিএনপি সবসময় ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন  » «   সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ লুৎফুর  » «   সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের সরব উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর  » «   সিলেট মহানগর কৃষক দলের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহানগর শ্রমিক দল নেতারা  » «   সম্মেলিত প্রচেষ্ঠাই পারে ফিলিস্তিনের নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে : খন্দকার মুক্তাদির  » «   ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর কৃষকদলের মিছিল ও র‌্যালি  » «   গণহত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ টিকতে পারেনি, ইসরায়েলও পারবে না: কয়েস লোদী  » «   টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-আধা সরকারি অফিসসহ সব প্রতিষ্টান  » «  

শাবিতে অবাঞ্চিত এমপি মাহমুদ উস সামাদ!

sabiসিলেটপোস্ট রিপোর্ট : প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবালকে নিয়ে বিরুপ মন্তব্য করার অভিযোগে সিলেট-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও শাবিপ্রবির সিনেট সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েসকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।মঙ্গলবারবিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা এ ঘোষনা দেয়। মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করে।একই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শাবি শিক্ষক সমিতি।প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় শিক্ষার্থীরা ‘মানসিক বিকারগ্রস্থ লোককে পাবনা পাঠাও..’ ‘মিথ্যাচারের ভিত্তি নাই’, ‘গাধা আর মুর্খ লোকের বিচার চাই, শাস্তি চাই’ সম্বলিত প্ল্যাকার্ড বহন করে কর্মসূচিতে অংশ নেয়।মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন, আপনি যদি এ বক্তব্যকে কোন নাম ছাড়াই দেখেন তাহলে দেখবেন একজন শিক্ষক সম্পর্কে এধরণের বক্তব্য মূর্খের কাছ থেকেই আশা করা যায়। সরকার দলের সংসদ সদস্য হিসেবে এ দায়িত্ব সরকারের উপরেই বর্তায়। আমরা আশা করছি অচিরেই তিনি এ বক্তব্য তুলে নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইবেন।এদিকে মাহমুদ উস সামাদকে বিশ্ববিবিদ্যালয়ের সিনেট সদস্য থেকে অব্যাহতি দেওয়ার আহবান জানান শিক্ষার্থীরা।পরবর্তীতে একই দাবিতে দিনব্যাপি গণ-স্বাক্ষর কর্মসূচি পালিত হয়। পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর কটুক্তিমূলক বক্তব্য প্রত্যাহারের দাবিতে গন-স্বাক্ষরসহ ভারপ্রাপ্ত উপাচার্যকে একটি স্বারকলিপি দেয় শিক্ষার্থীরা।

শাবি শিক্ষক সমিতির নিন্দা:সরকার দলীয় এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস কতৃর্ক ড. জাফর ইকবালকে নিয়ে দেওয়া বিদ্বেষমূলক ও নিন্দনীয় বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শাবি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জ্ঞাপন ও ক্ষোভ প্রকাশ করা হয়। বিবৃতিতে এমপি কয়েস এধরনের বক্তব্য দিয়ে অশালীন, মিথ্যা ও নীচু মনের পরিচয় দিয়েছেন বলে উল্লেখ করা হয়। পাশাপাশি এই অনভিপ্রেত ও বিদ্বেষমূলক বক্তব্য প্রত্যাহারের দাবি জানায় শাবি শিক্ষক সমিতি।উল্লেখ্য, গত ৯ মে সিলেটের একটি সভায় প্রধান অতিথির বক্তব্যে জাফর ইকবালকে সিলেট বিদ্বেষী অ্যাখ্যায়িত করে মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস এমপি বলেন আমি যদি বড় কিছু হতাম তাহলে জাফর ইকবালকে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে ধরে এনে চাবুক মারতাম।

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.