সিলেটপোস্ট রিপোর্ট : কয়েকদিন আগের কথা। ভূমিকম্পে নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সময় বিপাকে পড়েছিলেন আমাদের দেশের অভিনয়শিল্পীরাসহ অনান্য কলাকুশলীরা। নেপালের নাগরকোটে তাদের বেশকিছু কাজের
দৃশ্যধারনের কাজ চলছিল। এবার সেখান থেকে কাজ শেষ করা টেলিছবি ‘হলিডে’ প্রচার হবে আজ । শাহরিয়ার নাজিম
জয়ের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন রুনা খান, কল্যাণ কোরাইয়া, শাহাদত হোসেন, নোমিরা ও শাহরিয়ার নাজিম জয়।জানা যায় ‘এখানে মুলত দুটি দম্পত্তির হানিমুনে যাওয়া ও তাদের অতীত জীবনের কিছু কাহিনী তুলে ধরা
হয়েছে। আর নেপালের কথা আজও মনে পড়ে। চাইলেও ভুলতে পারবো না সেদিনের কথা।’চ্যানেল আইতে আজ বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে লাক্স মাঝদুপুরের টেলিছবি ‘হলি ডে’।