সংবাদ শিরোনাম
গোলাপগঞ্জে টাকা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা: ব্যাংকের গেইটে তালা  » «   কয়ছর এম আহমেদকে কারণ দর্শানোর শোকজ নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি  » «   মৃত্যুর ৪ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে সিলেট গ্যাস ফিল্ড কর্মকর্তার লাশ উত্তোলন  » «   গুজব ও অপপ্রচারের যথাযথ মোকাবিলা করতে হবে: আরিফুল হক  » «   ভাত  দেয়, কাজ দেয়,পাথর কোয়ারী খোলে দেয় স্লোগানে দিয়ে মানববন্ধন  » «   সিকৃবিতে ব্যানার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া  » «   এবার বাংলাদেশ ছাত্রলীগের বিবৃতি প্রকাশও এখন নিষিদ্ধ  » «   ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়  » «   লন্ডন প্রবাসী আলি নুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  » «   হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ  » «   ফটো সাংবাদিক আজমলের মাতার মৃত্যুতে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের শোক  » «   কুলাউড়ায় সাবেক সচিবের বাগান বাড়ি থেকে লাশ উদ্ধার  » «   জনগনের সরকার প্রতিষ্টা হওয়ার পূর্ব পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে : জিকে গাউছ  » «   সাবেক মন্ত্রী ইমরান আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ  » «   কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কালা মিয়া গ্রেফতার  » «  

পল্লবীতে প্রকৌশলীর স্ত্রী ও মামা খুন, ব্যবসায়ি অংশিদারসহ আটক দুইজন

lll999সিলেটপোস্ট রিপোর্ট : রাজধানীর পল্লবী একটি ফ্ল্যাট বাড়িতে দিন দুপুরে খুন হয়েছেন ডেসকোর প্রকৌশলী জাহিদুল ইসলামের স্ত্রী ও মামা। নিহতরা হলেন সুইটি আক্তার (২৪) ও আমিনুল ইসলাম (৫০) ২০ নম্বর রোডের ৯ নম্বর  ‘ ক্রিস্টাল ডি আমিন’ নামের বাড়ির পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। নিহতদের স্বজনদের ধারনা করছে, চাঁদাবাজরা এ ঘটনা ঘটাতে পারে। পুলিশ জিজ্ঞাসবাদের জন্য ওই বাড়ির নিরাপত্তকর্মী আব্দুল খালেক  ও জাহিদুল ইসলামের ব্যবসায়িক অংশিদার শাহিনকে  জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। জাহিদুল ইসলাম রূপনগরে ঢাকা বিদ্যুৎ বিতরন কোম্পানির লিমিটেডের (ডেসকো) উপ-সহকারী প্রকৌশলী। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপাড়ায়।

নিহত সুইটির স্বামী জাহিদুল জানান,  প্রতিদিন দুপুরে তিনি ভাত খেতে বাসায় আসেন। তবে গতকাল তার আগেই বাসার দারেয়ান তাকে ফোন করে ঘটনার কথা জানায়। এরপর তিনি দ্রুত বাসা এসে দেখেন  তার  মামা ও স্ত্রীর মরদেহ।

ডিএমপি মিরপুর বিভাগের উপ-কমিশনার নিশারুল আরিফ বলেন, জাহিদুল ইসলাম চাকুরি পাশাপাশি ট্রান্সফমার ব্যবসা করতেন। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম ইন্ডিপেনডেন্ট পাওয়ার। তবে ঐ ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন জাহিদুল ইসলামের স্ত্রী নিহত সুইটি আক্তার। ধারনা করা হচ্ছে ঐ ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত কোন বিরোধের জের ধরে এ হত্যাকান্ড সংগঠিত হতে পারে।

জাহিদের বন্ধু সুমন জানান, ঘটনার সময় বাসা ছিলেন জাহিদের স্ত্রী , মামা ও তাদের এক মাত্র ছেলে পাঁচ বছরের সাদ। ঘটনা সম্পর্কে তিনি জানান, গতকাল মোটর সাইকেল যোগে দুই যুবক বাড়ির গেটে আসে। তারা আত্মীয় পরিচয় ভেতরে ঢোকে। কলিং বেল চাপলে দরজা খুলে দেয় সুইটি। আর দরজা খোলার সঙ্গে যুবকরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। তার চিৎকারে আমিনুল ইসলাম এগিয়ে আসলে তাকে একই ভাবে কোপাতে থাকে। ঘটনাস্থলে তারা মারা যান। এ দিকে ঘটনার সময়  ভয়ে সাদ বাথরুমে লুকিয়ে পড়ে।

পল্লবী জোনের সহকারী কমিশনার কামাল হোসেন বলেন,   বাড়াটি জাহিদুল ইসলামের। তার মামা  আমিনুল ইসলাম সেখানে বেড়াতে এসেছিলেন।

জাহিদুল ইসলামের বন্ধু সুমন বলেন, বেশ কিছুদিন ধরে সন্ত্রাসীরা জাহিদুল ইসলামের কাছে চাঁদা দাবি করে আসছিল। এ নিয়ে চাঁদাবাজরা জাহিদের পরিবারকে কয়েক দফায় হুমকি দিয়েছিল। ধারনা করা হচেছ চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।  হত্যাকান্ডের পাওয়ার পরপরই র‌্যাব-পুলিশ, ডিবি ও সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেন। সিআইডির একটি টিম আলামত সংগ্রহ করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.