সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

পল্লবীতে প্রকৌশলীর স্ত্রী ও মামা খুন, ব্যবসায়ি অংশিদারসহ আটক দুইজন

lll999সিলেটপোস্ট রিপোর্ট : রাজধানীর পল্লবী একটি ফ্ল্যাট বাড়িতে দিন দুপুরে খুন হয়েছেন ডেসকোর প্রকৌশলী জাহিদুল ইসলামের স্ত্রী ও মামা। নিহতরা হলেন সুইটি আক্তার (২৪) ও আমিনুল ইসলাম (৫০) ২০ নম্বর রোডের ৯ নম্বর  ‘ ক্রিস্টাল ডি আমিন’ নামের বাড়ির পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। নিহতদের স্বজনদের ধারনা করছে, চাঁদাবাজরা এ ঘটনা ঘটাতে পারে। পুলিশ জিজ্ঞাসবাদের জন্য ওই বাড়ির নিরাপত্তকর্মী আব্দুল খালেক  ও জাহিদুল ইসলামের ব্যবসায়িক অংশিদার শাহিনকে  জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। জাহিদুল ইসলাম রূপনগরে ঢাকা বিদ্যুৎ বিতরন কোম্পানির লিমিটেডের (ডেসকো) উপ-সহকারী প্রকৌশলী। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপাড়ায়।

নিহত সুইটির স্বামী জাহিদুল জানান,  প্রতিদিন দুপুরে তিনি ভাত খেতে বাসায় আসেন। তবে গতকাল তার আগেই বাসার দারেয়ান তাকে ফোন করে ঘটনার কথা জানায়। এরপর তিনি দ্রুত বাসা এসে দেখেন  তার  মামা ও স্ত্রীর মরদেহ।

ডিএমপি মিরপুর বিভাগের উপ-কমিশনার নিশারুল আরিফ বলেন, জাহিদুল ইসলাম চাকুরি পাশাপাশি ট্রান্সফমার ব্যবসা করতেন। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম ইন্ডিপেনডেন্ট পাওয়ার। তবে ঐ ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন জাহিদুল ইসলামের স্ত্রী নিহত সুইটি আক্তার। ধারনা করা হচ্ছে ঐ ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত কোন বিরোধের জের ধরে এ হত্যাকান্ড সংগঠিত হতে পারে।

জাহিদের বন্ধু সুমন জানান, ঘটনার সময় বাসা ছিলেন জাহিদের স্ত্রী , মামা ও তাদের এক মাত্র ছেলে পাঁচ বছরের সাদ। ঘটনা সম্পর্কে তিনি জানান, গতকাল মোটর সাইকেল যোগে দুই যুবক বাড়ির গেটে আসে। তারা আত্মীয় পরিচয় ভেতরে ঢোকে। কলিং বেল চাপলে দরজা খুলে দেয় সুইটি। আর দরজা খোলার সঙ্গে যুবকরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। তার চিৎকারে আমিনুল ইসলাম এগিয়ে আসলে তাকে একই ভাবে কোপাতে থাকে। ঘটনাস্থলে তারা মারা যান। এ দিকে ঘটনার সময়  ভয়ে সাদ বাথরুমে লুকিয়ে পড়ে।

পল্লবী জোনের সহকারী কমিশনার কামাল হোসেন বলেন,   বাড়াটি জাহিদুল ইসলামের। তার মামা  আমিনুল ইসলাম সেখানে বেড়াতে এসেছিলেন।

জাহিদুল ইসলামের বন্ধু সুমন বলেন, বেশ কিছুদিন ধরে সন্ত্রাসীরা জাহিদুল ইসলামের কাছে চাঁদা দাবি করে আসছিল। এ নিয়ে চাঁদাবাজরা জাহিদের পরিবারকে কয়েক দফায় হুমকি দিয়েছিল। ধারনা করা হচেছ চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।  হত্যাকান্ডের পাওয়ার পরপরই র‌্যাব-পুলিশ, ডিবি ও সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেন। সিআইডির একটি টিম আলামত সংগ্রহ করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.