সংবাদ শিরোনাম
সিকৃবিতে ব্যানার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া  » «   এবার বাংলাদেশ ছাত্রলীগের বিবৃতি প্রকাশও এখন নিষিদ্ধ  » «   ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়  » «   লন্ডন প্রবাসী আলি নুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  » «   হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ  » «   ফটো সাংবাদিক আজমলের মাতার মৃত্যুতে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের শোক  » «   কুলাউড়ায় সাবেক সচিবের বাগান বাড়ি থেকে লাশ উদ্ধার  » «   জনগনের সরকার প্রতিষ্টা হওয়ার পূর্ব পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে : জিকে গাউছ  » «   সাবেক মন্ত্রী ইমরান আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ  » «   কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কালা মিয়া গ্রেফতার  » «   সিলেটে পিপি ফয়েজের কক্ষে তালা পিপি মুজিব লাঞ্চিত    » «   বাংলাদেশের নতুন পথচলায় সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখবেন : এসএমপি কমিশনার রেজাউল করিম  » «   পশ্চিম ধরাধরপুর মসজিদকে এক ব্যক্তির কবল থেকে মুক্ত করার দাবি-ধরাধরপুর এলাকাবাসী  » «   ড. ইউনুসকে সময় দিতে চান তারেক রহমান-সিলেটে এম এ মালিক  » «   নিয়োগ প্রাপ্ত পাবলিক প্রসিকিউটর এড. ফয়েজকে প্রত্যাখ্যান করে সিলেট আইনজীবী ফোরামের প্রতিবাদ সমাবেশ  » «  

ঢাবির অভিশপ্ত পুকুর-গতকালও প্রাণ গেছে এক শিক্ষার্থীর

dabiসিলেটপোস্টরিপোর্ট:ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন মেহফুজ হায়দার রাহি নামে এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। গতকাল বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। রাহি কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়ার মতি মিয়ার ছেলে। এ ঘটনায় রাহির সঙ্গে থাকা আরেক শিক্ষার্থী ডুবে গেলেও মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ঢাবি এলাকায় তিনটি পুকুর রয়েছে। এগুলো জহুরুল হক হল, জগন্নাথ হল ও শহীদুল্লাহ হল পুকুর নামে পরিচিত। এর মধ্যে শহীদুল্লাহ হলের পুকুরটি ক্যাম্পাসের সবার কাছে অভিশপ্ত পুকুর নামে পরিচিত। কারণ এ পুকুরে এর আগে বিভিন্ন সময়ে গোসল করতে ও সাঁতার কাটতে নেমে দিনে-দুপুরেই মারা গেছেন ১৫ জন। এ কারণে এ পুকুর নিয়ে সৃষ্টি হয়েছে অনেক কল্পকাহিনি। অনেকেই পুকুরটিতে অশুভ কিছু থাকার কথা বললেও শিক্ষার্থীদের মতে, পুকুরের নিচে উদ্ভিদের পরিমাণ বেশি হওয়ায় পানিতে অক্সিজেন স্বল্পতা থাকতে পারে। হয়তো সে কারণেই সাঁতার কাটতে গিয়ে অনেকে মারা গেছেন।রাহির সহপাঠী রেজওয়ান হাসান জানান, তিনি ফজলুল হক হলের ৪০১৩নং রুমে থাকতেন। গতকাল বিকালে পুকুরে গোসল করতে নামেন তিনি। কিন্তু পুকুরপাড়ের সিঁড়ি পিচ্ছিল থাকায় অথই পানিতে পড়ে ডুবে যান। এ সময় ঘটনাস্থলে উপস্থিতরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল পৌনে ৬টার দিকে তিনি মারা যান। হলের কর্মচারীরা জানান, এই পুকুরে আগে বিভিন্ন সময়ে আরও ১৫ জনের মৃত্যু হওয়ায় হল কর্তৃপক্ষ এখানে গোসল করা ও সাঁতার কাটা নিষিদ্ধ করেছিলেন। কিন্তু সেই নিষেধ অমান্য করে পুকুরে নেমে প্রাণ হারাতে হলো রাহিকে। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এএম আমজাদ বলেন, পানিতে ডুবে এক শিক্ষার্থী মারা গেছে। এর আগেও পুকুরে ডুবে মারা যাওয়ায় হল কর্তৃপক্ষ গোসল করায় নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু শিক্ষার্থীরা অনেক সময় তা ভঙ্গ করে। এতেই ঘটে দুর্ঘটনা।জানা যায়, ২০০৯ সালেও এই পুকুরে সাঁতার কাটার সময় পানিতে ডুবে মারা যান এক ভর্তি পরীক্ষার্থী। এর কিছুদিন আগে বন্ধুর সঙ্গে গোসল করতে এসে মারা যান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ২০০৫ সালের দিকে এই পুকুরেই গোসল করতে নেমে মারা যান দুই শিক্ষার্থী। গতকাল সরেজমিন গিয়ে দেখা যায়, অযতœ-অবহেলায় পুকুরটির বেহালদশা। ঘাটের পাশে একটি সাইনবোর্ডে লেখা আছেÑ ‘পুকুরে গোসল ও সাঁতার কাটা নিষেধ’। পানিতে গাছের ডালপালা পড়ে আছে। তিনটি ঘাটের মধ্যে একটি ভেঙে গেছে, অন্য দুটি বিবর্ণ প্রায়। এছাড়া পুকুরের পানি ময়লা-আবর্জনা মিশে ঘোলাটে রং ধারণ করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.