সিলেটপোস্টরিপোর্ট ॥ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাছ ধরার একটি ট্রলার থেকে প্রায় পাঁচ লাখ ইয়াবা উদ্ধার করেছে র্যাব- মূল্য প্রায় ২০ কোটি টাকা বলে জানিয়েছেন র্যাব সদস্যরা। এই ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরের পতেঙ্গায় এক সংবাদ সম্মেলনে র্যাব এ তথ্য জানায়। বৃহস্পতিবার ভোররাতে এমটি হেনা নামের একটি ট্রলার থেকে এ পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। বেশ কয়েকটি কার্টনে এসব ইয়াবা ৫০টি ছোট প্যাকেটে রাখা ছিল।
র্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহউদ্দিন আহমেদ জানান, আটক হওয়া ব্যক্তিরা হলেন মো. হান্নান, লোকমান, রাসেল, ইলিয়াস, ওলিউল্লাহ, রিয়াদ ও ওসমান। তারা সবাই ট্রলারের মাঝিমাল্লা। তাদের জিজ্ঞাসাবাদ করে জড়িতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
র্যাবের কর্মকর্তারা জানান, মিয়ানমার থেকে এসব ইয়াবা আসে। সেন্টমার্টিন থেকে ট্রলারে করে চট্টগ্রামের দিকে নিয়ে যাওয়ার পথে এগুলো ধরা