সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

নেপাল-দুর্গতদের সহায়তায় প্রাণ আপের আয়োজনে কনসার্ট

0005সিলেটপোস্ট রিপোর্ট ॥ ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের জনগণকে সহায়তা করতে প্রাণ আপ একটি কনসার্ট আয়োজন করতে যাচ্ছে। আগামী ২১শে মে কলাবাগান মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাণ বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান। তিনি জানান,

কনসার্টে গান পরিবেশন করবেন এলআরবি, সোলস, ফিডব্যাক, আর্ক, ব্ল্যাক, শূন্য, পেন্টাগন, পাওয়ার ভয়েসের সজল এবং রেশমী ও এ সময়ের জনপ্রিয় অন্যান্য ব্যান্ড। আনিসুর রহমান জানান, ২১শে মে দুপুর আড়াইটায় দর্শকদের জন্য গেট উন্মুক্ত করা হবে এবং বিকাল তিনটায় কনসার্ট শুরু হবে।

আজ থেকে ঢাকার সব স্বপ্ন আউটলেটে দর্শকরা এ কনসার্টের টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিটের মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। দর্শকরা সরাসরি কনসার্টের দিনে কলাবাগান মাঠ থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন বলেও তিনি জানান।

প্রাণ আপ একটি দেশীয় ব্র্যান্ড হিসেবে এমন একটি কাজে অংশগ্রহণ করতে যাচ্ছে বলে গর্বিত মনে করছে। টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ নেপালের দুর্গতদের সাহায্যার্থে প্রদান করা হবে। এ কনসার্টের মিডিয়া পার্টনার হিসেবে থাকবে জাগো নিউজ২৪.কম।

সংবাদ সম্মেলনে প্রাণ বেভারেজ লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার মনিরুল ইসলাম, ই-মেকার্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর নাইম আশরাফসহ প্রাণের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রাণ ইতিমধ্যে তিন হাজার কার্টন বিস্কুট ও ফ্রুট ড্রিংক নেপালের দুর্গতদের জন্য প্রদান করেছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.