সিলেটপোস্টরিপোর্ট: রমজান মাসের আগেই সৌদি আরবে ২০ হাজার নারীশ্রমিক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।আসন্ন রমজানের আগে সৌদি আবরে কমপক্ষে ২০ হাজার নারী শ্রমিক পাঠাবে বাংলাদেশ। ইতোমধ্যে ৩০ হাজার শ্রমিকের জন্য ভিসা এসে পৌঁছেছে।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বৃহস্পতিবার তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান।তিনি বলেন,সৌদি আরবের ৫০ হাজার নারী শ্রমিকের চাহিদা রয়েছে। রমজানের আগেই আমরা ২০ হাজার শ্রমিক পাঠাতে পারব বলে আশা করি। সরকার এ জন্য কাজ করে যাচ্ছে।মন্ত্রী জানান, এ সব শ্রমিক বিনামূল্যে সৌদি আরব যাবেন। তাদের বিমান ভাড়া বহন করবে সৌদি কর্তৃপক্ষ। প্রতিমাসে তারা ন্যূনতম ৮০০ রিয়াল বেতন পাবেন। মন্ত্রী জানান,দেশটি তাদের চাহিদা অনুযায়ী ৫০ হাজার শ্রমিক নিতে চায়।এ জন্য ১০০ রিক্রুটিং এজেন্সিকে ২০০ জন করে নারী শ্রমিক সংগ্রহ করতে বলে হয়েছে। যাতে তাদের চাহিদা অনুযায়ী আমরা যথা সময়ে নারী শ্রমিক পাঠাতে পারি।ইতোমধ্যে ৩০ হাজার শ্রমিকের জন্য ভিসা এসে পৌঁছেছে। তবে চূড়ান্তভাবে আগামী মাসের মধ্যে ২০ হাজার নারী শ্রমিককে সৌদি পাঠাবে বাংলাদেশ।এ সময় মানবপাচার প্রসঙ্গে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা শুধু বৈধ শ্রমিকদের নিয়ে কাজ করি। অবৈধ শ্রমিকদের নিয়ে নয়। এটি স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। বৈধ-অবৈধ মিশ্রণ করলে অসুবিধা হয়ে যাবে। তবে স্বরাষ্ট্র-পররাষ্ট্র-এ দুই মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে।