সিলেটপোস্ট বিনোদন রিপোর্ট:বাবা ভাস্কর ব্যানার্জি থুড়ি অমিতাভ বচচনের সঙ্গে দীপিকুর অন স্িন কেমিস্ট্রি নিয়ে ইতিমধ্যেই বহু কথা লেখা হয়ে গিয়েছে৷ ‘পিকু’-র বং কানেকশন নিয়েও উত্তাল বাংলা মিডিয়া৷ এবং তারই দ্বারা অনুপ্রাণিত বাংলার দর্শক৷ অর্থাত্ শেষবেলায় এই ভবিষ্যদ্বাণীটুকু করা যেতেই পারে যে কলকাতায় দর্শক ‘পিকু’ দর্শনে মাল্টিপ্লেক্সে ভিড় জমাচেছনই!আজ‘পিকু’-র মুক্তি৷ আমাদের ঘরের ছেলে পরিচালক সুজিত সরকার বি টাউনে তাঁর ব্যতিক্রমী ছবি নির্মাণের রেকর্ডে পাল্লা দিচেছন বি টাউনের নয়া প্রজন্মের প্রতিভাধর পরিচালকদের সঙ্গে৷ ‘ভিকি ডোনার’ বা ‘ম্যাড্রাস কাফে’ থেকে ‘পিকু’ অনেকটাই আলাদা ঘরানার ছবি৷ আসলে এটাই সুজিতের বৈশিষ্ট্য–তাঁর ছবির বিষয় এবং নির্মিতির কৌশল বার বার বদলান তিনি৷ আর এভাবেই প্রত্যেকবারই তাঁর ছবি সম্পর্কে নতুন করে আগ্রহ জন্মায়৷‘পিকু’ অবশ্য এরই পাশাপাশি প্রচারের ক্ষেত্রেও যথেষ্ট হাইপ পেয়ে গিয়েছে৷ ভাস্কর ব্যানার্জির চরিত্রে বলিউডের এক ও অদ্বিতীয় বিগ বচচনের অভিনয় নিয়ে ছবি মুক্তির আগেই বাজার গরম৷ আকর্ষণের ক্ষেত্রে ইরফান-দীপিকার জুটিটাও কম নয়৷ বি টাউন ‘পিকু’-র মাধ্যমেই পাচেছ অসাধারণ এক জুটি৷ বাণিজ্যিক ছবিতে ঠিক এই ধরনের ব্যতিক্রমী জুটি খুব বেশি উপহার দেয়নি বলিউড৷ এক্ষেত্রেও কৃতিত্বের ভাগীদার সুজিত৷ বোঝাই যায় ‘রানা’ নামের ব্যানার্জি পরিবারের অনাহত মানুষটিকে খুঁজে নেওয়ার ক্ষেত্রে এতটুকু ভুল করেননি তিনি৷ ট্যাক্সি সার্ভিসের মালিক রানার সঙ্গে পিকুর সম্পর্ক নিয়ে বাবা ভাস্করের টেনশন ইত্যাদি পর্দায় কী পরিমাণ নাটক তৈরি করবে সে তো দর্শক কালই দেখবেন৷ বরং জেনে নেওয়া যেতে পারে দীপিকার অভিনয় নিয়ে ইরফানের বক্তব্য৷ উচ৬৩সিত ইরফান বলেছেন, ‘পিকু’-র চরিত্রটা অন্য যে কেউ করলে, নিশ্চয়ই তাঁদের নিজস্ব দক্ষতা ও ক্ষমতা যোগ করতেন নিজেদের মতো করে৷ দীপিকা যেটা করেছে, সেটা হল চরিত্রটাতে অসাধারণ একটা সৌন্দর্য যোগ করা৷ সেই সৌন্দর্যটা এমন, যার সঙ্গে দর্শক সহজেই নিজেকে রিলেট করতে পারবে৷অমিতাভ বচচনের সঙ্গে এর আগেও কাজ করেছেন দীপিকা–‘আকর্ষণ’ ছবিতে দেখা গিয়েছে ওঁদের একসঙ্গে৷ ইরফানের সঙ্গে এই প্রথম৷ আর এই নিয়েই মিডিয়ায় বেশ কিছু বিতর্কিত বার্তা উঠে এসেছিল শুরুতেই৷ ইরফান একজন সিরিয়াস অভিনেতা৷ দীপিকা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবির নায়িকা৷ মানাতে পারবেন তো ওঁরা? এই সবের জবাবে ইরফান স্পষ্ট জানিয়েছেন, “এগুলি মিডিয়ার কষ্টকল্পনা৷ আমাদের পরিচয়টা হয় ‘পিকু’-র সেটেই৷ প্রথম দিকে কিছু আড়ষ্টতা থাকলেও, পরে সব কাটিয়ে উঠি আমরা৷” অন্যদিকে ইরফানের প্রশংসায় পঞ্চমুখ দীপিকা বলেছেন, ‘ইরফান খুব মজার এক মানুষ৷ অভিনেতা হিসাবে তো অতুলনীয়৷”সামগ্রিকভাবেই ‘পিকু’ ওঁদের কাছে এক না ভোলা অভিজ্ঞতা, জানিয়েছেন দীপিকা৷ বলেছেন, “শুটিং যখন শেষ হল, আমরা সবাই একসঙ্গে অনুভব করলাম, আরে শেষ হয়ে গেল কাজটা?” এই অনুভব তখনই হয়, যখন অভিনেতারা কাজটায় পুরো ডুবে যান৷ বলা বাহুল্য, পর্দাতেও-এর প্রতিফলন পাওয়া যাবে, প্রত্যাশিত৷ ‘পিকু’ নিয়ে তাই দর্শক আগ্রহ তুঙ্গে৷বাবা ভাস্কর ব্যানার্জির সঙ্গে বিভিন্ন্ দৃশ্যে নাটকীয় ঘটনায় ঘনঘটার পর্দায় টালমাটাল পিকু–টিপিক্যাল এক বাবাকে নিয়ে টেন্সড, ইরিটেটেড৷ ঘরে-বাইরে বাবার নানা বায়নাক্কা সামলাতে গিয়ে বিপর্যস্ত৷ দৃশ্যগুলির শুটিং চলাকালীন ঠিক কী ভাবছিলেন দীপিকা? এ প্রসঙ্গে এক সাক্ষাত্কারে বলিউডের এই মুহূর্তের সব থেকে প্রতিষ্ঠিত এই নায়িকার বক্তব্য, “উফ! ভাগ্যিস আমার বাবা (প্রকাশ পাড়ুকোন) এমন নন৷ সত্যি এমন হলে পাগল হয়ে যেতাম আমি৷”এদিকে ভাস্করের সঙ্গে পিকুর সম্পর্কে যত টেনশন– পর্দায় বাইরে দীপিকুর সঙ্গে বিগ বি-র ব্যাপারটা ঠিক উল্টো৷ অমিতাভ বচচনের কন্যার আসনে দীপিকুর অবস্হান এ ছবি নির্মিতির আগে থেকেই৷ পারিবারিক সেই স্ন্হে-শ্রার অনুভব পর্দার কাহিনিতেও যে অন্য এক রং যোগ করবে–এমন গারাণ্টি দেওয়া যেতেই পারে৷অমিতাভ-দীপিকা-ইরফান ছাড়াও ‘পিকু’ পর্দায় হাজির করবে যিশু সেনগুপ্ত, রঘুবীর যাদব, মৌসুমী চট্টোপাধ্যায়কে৷ গল্প, চিত্রনাট্য ও সংলাপ জুহি চতুর্বেদী৷ সিনেমাটোগ্রাফি কমলজিত্ নেগি৷ মিউজিক ও প্লেব্যাকে অনুপম রায়৷ গানে আছেন সুনিধি চৌহানও৷ ছবির গান ইতিমধ্যেই হিট৷ চার্টবাস্টারে বেশ উপরেই আছে ‘পিকু’র গান৷ কসটিউম বীরা কাপুর৷ আর কয়েক ঘণ্টার অপেক্ষা৷ তারপরই হাসির ঝড় তুলতে পর্দায় হাজির হবে ‘পিকু’৷
পিকু’ পর্দায় আসছে আজই
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ১৫, ২০১৫ | ১:৫১ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »