সিলেটপোস্টরিপোর্ট: ছিটমহল সমস্যা সমাধানে অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ২৯ মে নাগরিক সংবর্ধনা দেয়া হবে। ওইদিন দুপুর আড়াইটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক যৌথ সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকে ২০১ সদস্য বিশিষ্ট নাগরিক কমিটি গঠন করা হয়। এ কমিটির আহবায়ক করা হয়েছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে। এ কমিটিই প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে দলের কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সংবর্ধনায় ২০১ সদস্যের কমিটি
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ১৫, ২০১৫ | ২:২৫ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »