সিলেটপোস্ট টোয়েন্টিফোর .কম ডেস্ক : মাদক ব্যবসায়ী আর সেবনকারীদের স্বর্গরাজ্য রংপুর। দিনের আলোয় অবাধে বিক্রি হচ্ছে ফেনসিডিল, গাজা, হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন মাদক। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরোক্ষ সহায়তা রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সহজলভ্য হওয়ায় মাদকে আসক্ত হয়ে পড়ছে যুব সমাজ।
কাউনিয়ার হারাগাছ পৌর এলাকার তিস্তা নদীর চরাঞ্চলের মচক টাংরি, চর মিলন বাজারসহ আশপাশের চরাঞ্চলে অবাধে বিক্রি হচ্ছে ফেনসিডিল। নগরীর হনুমান তলা, জলছত্র, ষ্টেশন এলাকা এমনকি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরেও বিক্রি হয় হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন মাদক। সর্বনাশা মাদকে আসক্ত হয়ে পড়ছে নানা বয়সী মানুষ।
মাদক ব্যবসায়ী ও সেবীদের পরোক্ষভাবে সহায়তা করছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী- এমনি অভিযোগ স্থানীয়দের।
এদিকে মাদক প্রতিরোধে আরো কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দিলেন পুলিশ সুপার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বলছে, নানা প্রতিকূলতা সত্ত্বেও সামাজিকভাবে সচেতনতা তৈরির পাশাপাশি মাদক প্রতিরোধে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ।