স্পোর্টস ডেস্ক:সুরমা বয়েজ ক্লাব আয়োজিত ১৪তম মামুনুর রশিদ চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ আজ নগরীর টিভিগেইট¯’ সিলেট মডেল কলেজ মাঠে অনুষ্টিত হয়। ফাইনাল খেলায় সান রাইজ ক্রিকেট একাডেমি দল সিলেট টাইগার্স ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরভ অর্জন করেন। সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজওয়ান আহমদের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন, এম.এস.বি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শাহনুর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ, আম্বরখানা বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ গোলজার আহমদ, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা আতাউর রহমান আতা। অন্যান্যদের মধ্যে উপ¯ি’ত ছিলেন, ক্লাবের সদস্য হাসান মুরাদ , নাজিম আহমদ অপু, টিপু আহমদ প্রমূখ।