সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

সাগরে ভাসমান বাংলাদেশীদের খবর সরকারের জানা নেই’-স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

555সিলেটপোস্ট ডেস্ক: পাচারের কবলে পড়ে অনেক বাংলাদেশী সাগরে ভাসমান অবস্থায় রয়েছে, এ ব্যাপারে সরকারের উদ্যোগ কী— জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন, ‘সাগরে বাংলাদেশের জলসীমায় ভাসমান কোনো অভিবাসী বা বাংলাদেশীর খবর সরকারের জানা নেই। যদি এ রকম কেউ বাংলাদেশের জলসীমার ভেতরে প্রবেশ করে থাকে তাহলে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।’ কক্সবাজারের চকরিয়াতে শুক্রবার বিকেলে হাইওয়ে পুলিশ ফাঁড়ির নতুন দুটি ভবন উদ্বোধন শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।মানবপাচার প্রসঙ্গে তিনি বলেন, ‘মানবপাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর সঙ্গে জড়িত কোনো রাঘববোয়ালকে ছাড় দেওয়া হবে না, সে যে দলেরই হোক না কেন।’বিএনপির যুগ্ম-মাহসচিব সালাহ উদ্দিন আহমেদ প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, ‘বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ যেহেতু ভারতে, সেখানে কী বলেছে তা আমাদের জানা নেই। তার বিরুদ্ধে দেশে হুলিয়া রয়েছে। দেশে ফিরলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ভবন দুটি উদ্বোধন শেষে চকরিয়া মালুম ঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি মাঠে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশের মহাপরিচালক (আইজিপি) এ কে এম শহিদুল হক, স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ ইলিয়াছ, সংসদ সদস্য আব্দুর রহমান বদি, সাইমুম সরওয়ার কমল প্রমুখ। জাতিসংঘের মানবাধিকার সংস্থা শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারের রোহিঙ্গা ও বাংলাদেশী মিলে অন্তত ছয় হাজার অভিবাসী এখনো সাগরে আটকা রয়েছেন।জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর মিয়ানমার ও বাংলাদেশ থেকে নৌকাযোগে বিদেশ পাড়ি দেওয়া অভিবাসীর সংখ্যা ৫৩ হাজারের মতো। এর মধ্যে গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে অন্তত ৯২০ জনের মৃত্যু হয়েছে বঙ্গোপসাগরে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.