সিলেটপোস্ট ডেস্ক:সম্ভবত এ বছরের সবচেয়ে আলোচিত ছবিটি মুক্তি পেল শুক্রবার। তর্ক-বিতর্কের ব্যারোমিটারে নয়, আগ্রহ আর প্রত্যাশাই বুঝি ছিল এত আলোচনার মূল। অনুরাগ কশ্যপের ‘বম্বে ভেলভেট’ আজ মুক্তি পেয়েছে ভারতসহ বাইরের দুনিয়ায়। ভারতীয় গণমাধ্যমগুলো এরই মধ্যে স্তুতিতে মশগুল ‘বম্বে ভেলভেট’ স্তুতিতে মশগুল।জনি বলরাজ চরিত্রে রণবীর কাপুর এবং রোজি চরিত্রে আনুশকা শর্মার পারফরম্যান্স দেখার জন্য দর্শকদের অধীর আগ্রহ ফুরোচ্ছে আজ। সাথে রণবীর-আনুশকার অন-স্ক্রিন কেমিস্ট্রির যাচাই তো থাকবেই! পরিচালক থেকে প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় করন জোহরেরও পরীক্ষা বটে আজ। ‘বলিউডের তারান্তিনো’ খ্যাত গুণী পরিচালক অনুরাগ কশ্যপের বহুদিনের, আর স্বপ্নের এক প্রোজেক্ট ‘বম্বে ভেলভেট’। ষাটের দশকের বম্বে (বর্তমানে মুম্বাই) শহরের জৌলুস, ঝলকানি, মাদকতা আর ভায়োলেন্ট আখ্যান নিয়েই এই ছবি। স্ট্রিট ফাইটার জনি বলরাজ, জ্যাজ গায়িকা রোজি আর ঠান্ডা মাথার খুনে পার্সি ব্যবসায়ী খামবাট্টা-এই তিনজনকে নিয়ে এগিয়ে গেছে বম্বে ভেলভেটের কাহিনী।কেবল তাই নয়, ‘বম্বে ভেলভেট’ অনুরাগ কশ্যপের একান্ত এক কাজ। চলচ্চিত্রপ্রেমী থেকে চলচ্চিত্র বোদ্ধা, সবারই এই দুর্দান্ত পরিচালকের কাজটি দেখার আগ্রহ বিস্তর। ওপেনিং স্ক্রিনিংয়ে রণবীর, আনুশকা, করণসহ এসেছেন বলিউডের অনেক তারকা। মজার কথা হলো, রণবীরের কাজ কখনো দেখেন না ঋষি কাপুর। তিনি পর্যন্ত আজ এসেছিলেন ‘বম্বে ভেলভেট’ দেখতে!
মুক্তি পেল ‘বম্বে ভেলভেট’
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ১৬, ২০১৫ | ১২:৩১ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »