সিলেটপোস্ট ডেস্ক:বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেলক হোসেন ও চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর মধ্যকার বিবাদের বিষয়টি মাঝে একটু চাপা পড়লেও এখন তা আবার আলোচনায় এসেছে। এখন হ্যাপী আবার রুবেলের প্রতি বেজায় চটেছেন। রুবেলকে দাঁত ভাঙা জবাব দিতে চান তিনি।হ্যাপী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলার জন্য রুবেলকে দাঁত ভাঙা জবাব দেব আদালতের মাধ্যমে। এজন্যই ১৭ই মে আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি দিন। একমাত্র আল্লাহ ছাড়া আমাকে কেউ থামাতে পারবে না।”গত বছরের ডিসেম্বরে মিরপুর মডেল থানায় ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন আইন রুবেলের বিরুদ্ধে মামলা করেন হ্যাপী।
দাঁত ভাঙা জবাব দিতে চায় হ্যাপী- রুবেলকে
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ১৬, ২০১৫ | ১২:৩৯ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »