সিলেটপোস্টরিপোর্ট: স্টেডিয়ামে দর্শকদের হাঙ্গামা ঠেকাতে কাঁদানে গ্যাস কিংবা লাঠিচার্জের ঘটনা অনেক আছে। কিন্তু এবার খেলোয়াড়দের ওপরই পিপার স্প্রে ছড়ানো হলো। স্প্রে’র ঝাঁজে চোখের যন্ত্রণায় চারজন খেলোয়াড়কে হাসপাতালে ভর্তি করতে হয়। এমন কি একপর্যায়ে ম্যাচই বাতিল করা হয়।
ঘটনা দক্ষিণ আমেরিকার সেরা ক্লাব নির্বাচনী টুর্নামেন্টে কোপা লিবার্তাদোরেসে। বৃহস্পতিবার শেষ ষোলোর ফিরতি লেগে মুখোমুখি হয় আর্জেন্টিনার দুই ক্লাব রিভার প্লেট ও বোকা জুনিয়র্স। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যতে শেষ হয়। দ্বিতীয়ার্ধে টানেল দিয়ে মাঠে প্রবেশের সময়ই বাধে বিপত্তি।
রিভার প্লেটের খেলোয়াড়রা হঠাৎ চোখে যন্ত্রণা অনুভব করেন। অনেকে মাঠের মধ্যে প্রবেশ করে চোখ কচলাতে শুরু করেন। এক সময় দলের সব খেলোয়াড়ই চেখে তীব্র যন্ত্রণা অনুভব করেন। মাঠের মধ্যেই অনেকে যন্ত্রণায় লুটিয়ে পড়েন। বোতল বোতল পানি নিয়ে মাঠে প্রবেশ করেন মাঠকর্মীরা। যন্ত্রণা থেকে বাঁচতে সবাই চোখেমুখে পানির জাপটা দিতে শুরু করেন।
কিন্তু অনেকে চোখ খুলতে পারছিলেন না। এরই মধ্যে বাধ্য হয়ে চারজন লিভার প্লেটের খেলোয়াড়কে হাসপাতালের পাঠানো হয়। দুই ঘণ্টা অপক্ষো করেও শেষ পর্যন্ত ম্যাচটি শুরু করা যায় নি।
আসল ঘটনা হলো- রিভার প্লেটের খেলোয়াড়দের মাঠে প্রবেশের টানেলের ওপর দিকে বোকা জুনিয়র্সের কিছু উগ্র সমর্থক পেপার স্প্রে ছড়িয়ে দেয়। কিন্তু ব্যাপারটি তাৎক্ষণিক কেউ ধরতে পারেন নি।