সিলেটপোস্ট রিপোর্ট ॥ প্রধানমন্ত্রীর সফরের সময়েই আমির খান তাঁর ‘পিকে’ নিয়ে চীনে পৌঁছেছেন৷ ব্যবসার দিক দিয়ে ইতিমধ্যে রেকর্ড করেছে পিকে৷ এবার চীনের দর্শকদের কাছে জনপ্রিয় হবে পিকে, আশা আমিরের৷ তাঁর ‘থ্রি ইডিয়টস’ ভালই ব্যবসা করেছিল সেখানে৷ আমির বলেছেন, ‘এটা ঘটনা প্রধানমন্ত্রীর চীন সফরের দিনক্ষণ আমার সঙ্গে মিলে গিয়েছে৷’ ভারতীয় সিনেমা চীনে দেখানো হলে সাংস্কৃতিক দূরত্ব অনেকটাই কমে যাবে৷ সফট ডিপ্লোম্যাসির ক্ষেত্রে সিনেমা বড় ভূমিকা নেয়৷ এবারের সফরে চীনের সঙ্গে ভারতীয় সংস্হার যৌথ প্রযোজনায় যাতে সিনেমা তৈরি হয় তার জন্য মৌ স্বাক্ষর করার কথা রয়েছে৷ চীনা সংস্হা সাংহাই ফিল্ম গ্রুপ এবং ভারতীয় সংস্হা ইরোস মিলে বৌদ্ধ সন্ন্যাসী জুয়ান জাং-এর ১৭ বছরের জীবন নিয়ে সিনেমা তৈরি করবে৷ ৬৪৫ সালে জুয়ান জাং ভারতে আসেন৷