সিলেটপোস্টরিপোর্ট:সিলেট তামাবিল মহাসড়কের তামাবিল ও প্রকৃতি কন্যা জাফলংয়ের মোহাম্মদপুর, মামার বাজার ও বল্লাঘাট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার খানাখন্দে ভরা রাস্তা সংস্কারের দাবিতে শনিবার জাফলংয়ের পাথর ও পরিবহন সংশ্লিষ্ট সকল প্রকার কার্যক্রম বন্ধ রেখে বিভিন্ন ব্যবসায়ী, শ্রমিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।প্রতিবাদ সভায় বক্তারা বলেন জাফলং নদীর পাথর দিয়ে দেশের বিভিন্ন সড়ক, মহাসড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হলেও দীর্ঘদিন থেকে পর্যটন কেন্দ্র জাফলংয়ের মোহাম্মদপুর, মামার বাজার ও বল্লাঘাট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার খানাখন্দে ভরা রাস্তা সংস্কারে কোন উদ্যেগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বর্তমানে রাস্তাটির এমন দশা যে এই রাস্তা দিয়ে যানবাহন চলাচলের কোন উপক্রম নেই। খানাখন্দে ভরা রাস্তায় বিভিন্ন যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হয়ে আটকে থাকে ঘন্টার পর ঘন্টা। অথচ জাফলংয়ের পাথর কোয়ারী ও পর্যটন খ্যাত থেকে প্রতি বছরই কয়েক কোটি টাকার রাজস্ব নিচ্ছে সরকার।প্রতিবাদ সমাবেশ থেকে জানানো হয় আগামী ৭২ ঘন্টার মধ্যে সড়কটি সংস্কার করা না হলে বৃহত্তর কর্মসূচী দিয়ে সিলেটকে অচল করে দেওয়া হবে। এদিন বিকেলে মামার বাজার পয়েন্টে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মুতলিব খানের সভাপতিত্বে ও মিজানুর রহমান হেলোয়ার এবং সোহেল আহমেদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক চালক সমিতির সাবেক সভাপতি আবু সরকার, জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সম্পাদক আব্দুল হাফিজ, জাফলং ষ্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, সম্পাদক ইলিয়াছ উদ্দিন লিপু, জাফলং ট্রাক মালিক সমিতির সভাপতি খসরুজ্জামান পচু, ব্যাবসায়ী আমজাদ বখত, কাদির মেম্বার, জাফলং ট্রাক চালক সমিতির সম্পাদক ইয়াছিন মিয়া, প্রজন্ম জাফলংয়ের সভাপতি রিপন আহমেদ, জাফলং বল্লাঘাট শ্রমিক সমিতির সভাপতি আব্দুস শহিদ, বন্ধন সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি জুবের আহমেদ, আব্দুল ছাত্তার, নুরু মিয়া, আব্দু শুক্কুর, হেলাল, শিমু, ফয়সল খাঁন, কায়েছ, আকবর, রফিকুল প্রমূখ। মানববন্ধনে পাথর সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাবসায়ী, শ্রমিক ও সামাজিক সংগঠন সহ কয়েক সহস্রাধিক লোক অংশ নেয়।